
৳ ১০০০ ৳ ৮৫০
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে ১০% পর্যন্ত ছাড়





ভূমিকা
বাল্যকাল থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে কবিত্ব ও সঙ্গীত প্রতিভার স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ প্রতীয়মান। তার গান সমন্ধে স্বউক্তি, কবে থেকে যে গান গাইতে পারতাম তা মনে পড়ে না। রবীন্দ্রনাথ শৈশবে, যৌবনে এবং পরিণত কালে অবিসংবাদিত ভাবে বিরাট বিস্ময়কর প্রতিভা তথা অপূর্ব, অতুল্য সৃজনী শক্তির পরিচয় দিয়েছিলেন সাহিত্যে, গল্পে, প্রবন্ধে, নাটকে, উপন্যাসে তথা নানাবিধ বিষয়ে। তদুপরি সুকুমার বিদ্যা সঙ্গীতে। সমুদ্র যেমন অপার বিস্ময়ের বস্তু, রবীন্দ্রনাথের হুমুখী প্রতিভাও তদ্রুপ বিস্ময়ত্বেও বিস্ময়কর।
রবীন্দ্রনাথ তাঁর সমস্ত জীবনে প্রায় আড়াই হাজার গান রচনা করেছেন। গানগুলো ভাবরসের ২ ভিনবত্বে, ভাষার সুলালিত্যে, ছন্দে তথা সুরের অপূর্ব কলাকৌশলে সুবৈচিত্রে গানগুলো বাংলা সাহিত্যে তথা বাংলা গানের ক্ষেত্রে এক অতুলনীয় সম্প্রদান। রবীন্দ্রনাথের প্রথম জীবনের গীত রচনায় মার্গ সঙ্গীতের প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হয়। তদ্ভিন্ন অতি অল্প বয়স থেকেই কবির হৃদয়ে উচ্চাঙ্গ সঙ্গীতের তিব্র প্রভাব পড়ে। এর মুলতঃ কারণ জোড়াসাঁকর ঠাকুর বাড়ীতে সর্বদাই উচ্চাঙ্গ সঙ্গীতের আসর বসত। বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত কলা-কুশলীগণ এ বাড়ীতে গান করতেন। বলাবাহুল্য নীরব শ্রোতা হিসেবে রবীন্দ্রনাথ সে সকল গানের আসরে উপস্থিত থেকে নিবৃষ্ট চিত্তে তথা অতিশয় মননিবেশ সহকারে সে সমস্ত গান স্বহৃদয়ে গেঁথে নিতেন। তৎসময়ে হিন্দী গানের অনুকরণে তিনি অনেক বাংলা গান রচনা করেছিলেন। এতদ্ভিন্ন রবীন্দ্রনাথ নিজ আলয়ে ওস্তাদের নিকট মার্গ সঙ্গীত শিক্ষা গ্রহণ করেছিলেন। তাঁর উচ্চাঙ্গ সঙ্গীতের গুরু হিসেবে বাংলার গৌরবান্বিত সঙ্গীত গুরু যদুভট্রের নাম উল্লেখযোগ্য। উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষারতবস্থায় ধ্রুপদ এবং ধামার নিয়েই তিনি বেশি নিবিষ্ট ছিলেন। তদূরচিত বাংলা ধ্রুপদ এবং ধামার গান সেই সময়েই রচনা কাল বলে ধরে নেওয়া যেতে পারে। তৎকালে তিনি যে সমস্ত গান রচনা করেছিলেন তার অধিকাংশগুলোই হিন্দী গানের অনুকরণে লিখিত রাগ সঙ্গীত।
Title | : | রবীন্দ্র সঙ্গীত স্বরলিপি-প্রথম খণ্ড |
Author | : | শঙ্কর রায় |
Publisher | : | কাকলী প্রকাশনী |
ISBN | : | 9789849224594 |
Edition | : | 1st Published, 2016 |
Number of Pages | : | 1063 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
If you found any incorrect information please report us