৳ ৪৫০ ৳ ৩৮৩
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
ভাষা আন্দোলন থেকে ধাপে ধাপে বাঙালিকে প্রস্তুত করে বঙ্গবন্ধু প্রথমে বৈষম্যের বিরুদ্ধে মানুষকে প্রতিবাদী করে তুলেন, আত্মনিয়ন্ত্রণ অধিকার স্বায়ত্ত্বশাসনের দাবিতে গড়ে তুলেন ব্যাপক আন্দোলন। পাকিস্তান সরকার বায়খার জেলে বন্ধি রাখলেও সেখান থেকেই তিনি নেতৃত্ব দিয়েছেন, দিকনির্দেশনা দিয়েছেন। ধর্মভিত্তিক পাকিস্তান জাতীয়তাবাদের বদলে ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদের চেতনা জাগিয়ে ১৯৬৬ সালে ৬ দফার মধ্য দিয়ে তার পূর্ণ বিকাশ ঘটিয়েছেন। তার গতিশীল নেতৃত্বে ৬ দফা কর্মসূচী বাঙালির মুক্তিসনদে পরিণত হয়। এই সনদকে আঁকতে ধরে সাড়ে সাত কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়। সে সময় আওয়ামী লীগ। ছাড়া কোনাে দল ৬ দফাকে সমর্থন করেনি। তথাপি জনগণ এ সনদে তাদের মুক্তির পথ খুঁজে পায়।। ৬ দফার প্রতি সমর্থন ও বঙ্গবন্ধুর জনপ্রিয়তা লক্ষ্য করে তাকে পাকিস্তান সরকার বন্দি করে, আগরতলা। মামলার মতাে দেশদ্রোহী মামলা দিয়ে মুক্তির আন্দোলন। থামিয়ে দিতে চেষ্টা করে। এতে হিতে বিপরীত হয়। এতােদিন যারা ৬ দফায় বিরােধিতা করেছিল সেসব দল বঙ্গবন্ধুর মুক্তির জন্য গণঅভ্যুত্থানে শরিক হয়। বাঙালির সম্মলিত ঐক্যের কারণে শুধু আগরতলা মামলাই প্রত্যাহার করা হয়নি- স্বৈরাচারী শাসক ফিল্ড মার্শাল আইয়ুব শাহীর পতনও ঘটে। ৬ দফার ভিত্তিতে ১৯৭০ সালের নির্বাচনে বাঙালির রায়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এই রায় উপেক্ষা করে পাকিস্তান সামরিক জান্তা ষড়যন্ত্রে লিপ্ত হলে বঙ্গবন্ধুর ৭ মার্চ রেসকোর্সের ভাষণে মুক্তি যুদ্ধের আহ্বান এবং ২৬। মার্চ স্বাধীনতা ঘােষণার মাধ্যমে শুরু হয় বাঙালির মুক্তিযুদ্ধ। দীর্ঘ ন'মাসের রক্তক্ষয়ী যুদ্ধের আর ত্রিশ লক্ষ শহীদদের আত্মহতি এবং দু'লক্ষ মা-বােনের সম্ভ্রম হানির মাধ্যমে বাঙালি জাতি পাকিস্তান বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা ছিনিয়ে আনে। এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। বাঙালি জাতির রাষ্ট্র বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, সবুজ পটভূমির উপর রক্ত রঞ্জিত লাল সূর্যের সােনার বাংলার মানচিত্র শােভিত পতাকায় বিশ্ব ভূখন্ডের বুক চিড়ে।
Title | : | বঙ্গবন্ধুর বাঙালির রাষ্ট্র ভাবনা |
Author | : | ড. আনু মুহাম্মদ |
Publisher | : | কথামেলা প্রকাশন |
ISBN | : | 9789849394853 |
Edition | : | 1st Published, 2020 |
Number of Pages | : | 288 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
আনু মুহাম্মদ, (জন্ম: ২২ সেপ্টেম্বর, ১৯৫৬) পুরো নাম আনু মুহাম্মদ আনিসুর রহমান হলেও আনু মুহাম্মদ নামেই অধিক পরিচিত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক। ঢাকায় লেখাপড়া শেষ করে ১৯৮২ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগদান করেন।
If you found any incorrect information please report us