৳ ২৫০ ৳ ২১৩
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
বাবুল চোদ্দো বছরের এক কিশোর। খালের মধ্যে মাছ ধরতে গিয়ে খুঁজে পায় যুদ্ধাহত মুমূর্ষু মুক্তিযোদ্ধা সালামকে। তাকে বাঁচানোর জন্য সে যখন বদ্ধপরিকর, রাজাকারদের সহায়তায় পাকিস্তানি মিলিটারি আটক করে তাকে আর মুক্তিযোদ্ধা সালামকে। শুরু হয় অমানুষিক নির্যাতন। মনে মনে পরিকল্পনা করে মিলিটারি ক্যাম্প থেকে পালানোর। সালাম তাকে সন্ধান দেয় গোপন অস্ত্র আর গ্রেনেডের। আর বলে, পারলে যেন অস্ত্র আর গ্রেনেডগুলো তুলে দেয় মুক্তিযোদ্ধাদের হাতে। এক সময় পালাতে সক্ষম হয় বাবুল। খুঁজে পায় গোপন অস্ত্র আর গ্রেনেড। প্রতিশোধের আগুনে তখন জ্বলছে সে। তাই নিজেই ব্যবহার শুরু করে ঐ অস্ত্র আর গ্রেনেড। গোপনে আক্রমণ শুরু করে রাজাকার আর পাকিস্তানি সৈনিকদের ওপর। বাবুলের একটার পর একটা আক্রমণে হতবিহŸল হয়ে পড়ে মিলিটারিরা। বাবুল ততক্ষণে পরিচিতি পেয়েছে গেরিলা বাবুল নামে। গেরিলা বাবুলের আতঙ্কে তখন রাজাকাররা ঘরবন্দি, মিলিটারিরাও যেন বের হতে পারে না টহলে। শেষে মিলিটারি ক্যাম্পের ইনচার্জ নির্দেশ দেয় জীবিত কিংবা মৃত যেভাবেই হোক আটক করতে হবে বাবুলকে। তার জন্য পুরস্কারও ঘোষণা করে তারা। অতিরিক্ত মিলিটারি নিয়ে আসে ক্যাম্পে। শুরু হয় অভিযান। অভিযানের তীব্রতায় বাড়িতে থাকতে পারে না বাবুল। বিলের মধ্যেও তার পিছু লাগে রাজাকার আর মিলিটারি। এই যেন তাকে ধরে ফেলল! শেষ পর্যন্ত বাবুল কি নিজেকে রক্ষা করতে পেরেছিল? নাকি নির্মম পরিণতি বরণ করতে হয়েছিল পাকিস্তানি মিলিটারিদের বন্দিশালায়? বাবুল চোদ্দো বছরের এক কিশোর। খালের মধ্যে মাছ ধরতে গিয়ে খুঁজে পায় যুদ্ধাহত মুমূর্ষু মুক্তিযোদ্ধা সালামকে। তাকে বাঁচানোর জন্য সে যখন বদ্ধপরিকর, রাজাকারদের সহায়তায় পাকিস্তানি মিলিটারি আটক করে তাকে আর মুক্তিযোদ্ধা সালামকে। শুরু হয় অমানুষিক নির্যাতন। মনে মনে পরিকল্পনা করে মিলিটারি ক্যাম্প থেকে পালানোর। সালাম তাকে সন্ধান দেয় গোপন অস্ত্র আর গ্রেনেডের। আর বলে, পারলে যেন অস্ত্র আর গ্রেনেডগুলো তুলে দেয় মুক্তিযোদ্ধাদের হাতে। এক সময় পালাতে সক্ষম হয় বাবুল। খুঁজে পায় গোপন অস্ত্র আর গ্রেনেড। প্রতিশোধের আগুনে তখন জ্বলছে সে। তাই নিজেই ব্যবহার শুরু করে ঐ অস্ত্র আর গ্রেনেড। গোপনে আক্রমণ শুরু করে রাজাকার আর পাকিস্তানি সৈনিকদের ওপর। বাবুলের একটার পর একটা আক্রমণে হতবিহŸল হয়ে পড়ে মিলিটারিরা। বাবুল ততক্ষণে পরিচিতি পেয়েছে গেরিলা বাবুল নামে। গেরিলা বাবুলের আতঙ্কে তখন রাজাকাররা ঘরবন্দি, মিলিটারিরাও যেন বের হতে পারে না টহলে। শেষে মিলিটারি ক্যাম্পের ইনচার্জ নির্দেশ দেয় জীবিত কিংবা মৃত যেভাবেই হোক আটক করতে হবে বাবুলকে। তার জন্য পুরস্কারও ঘোষণা করে তারা। অতিরিক্ত মিলিটারি নিয়ে আসে ক্যাম্পে। শুরু হয় অভিযান। অভিযানের তীব্রতায় বাড়িতে থাকতে পারে না বাবুল। বিলের মধ্যে তার পিছু লাগে রাজাকার আর মিলিটারি। এই যেন তাকে ধরে ফেলল! শেষ পর্যন্ত বাবুল কি নিজেকে রক্ষা করতে পেরেছিল? নাকি নির্মম পরিণতি বরণ করতে হয়েছিল পাকিস্তানি মিলিটারিদের বন্দিশালায়?
Title | : | গেরিলা বাবুল |
Author | : | মোশতাক আহমেদ |
Publisher | : | অনিন্দ্য প্রকাশ |
ISBN | : | 9789849567295 |
Edition | : | 2021 |
Number of Pages | : | 128 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
মোশতাক আহমেদ জন্ম ৩০ ডিসেম্বর ১৯৭৫ ফরিদপুর জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলাজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি একজন চাকরিজীবী। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে- সায়েন্স ফিকশন: রোবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালোবাসা, লাল শৈবাল, বায়োবোট নিওক্স, পাইথিন, লাল গ্রহের লাল প্রাণী, দ্বিতীয় পৃথিবী, ক্রিকি, ক্রি, লিলিপুটদের গ্রহে, লিলিপুটদের ফিরে যাওয়া, রোবো, নিকি, অণুমানব, সবুজমানব, লালমানর, রোবটের পৃথিবী, প্রজেক্ট ইক্টোপাস, গিটো, গিগো, রিরি, নিরি। সায়েন্স ফিকশন সিরিজ রিবিট কালোমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট। ভৌতিক: অতৃপ্ত আত্মা, প্রেতাত্মা, আত্মা, রক্ততৃষ্ণা, অভিশপ্ত আত্মা, রক্ত পিপাসা, উলু পিশাচের আত্মা। গোয়েন্দা এবং কিশোর অ্যাডভেঞ্চার : ডাইনোসরের ডিম, লাল গ্যাং, নীল মৃত্যু, ববির ভ্রমণ।
স্মৃতিকথা: এক ঝলক কিংবদন্তী হুমায়ুন আহমেদ।মুক্তিযুদ্ধ: নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযোদ্ধা রতন। জকি তাঁর জীবনধর্মী বহুল প্রশংসিত উপন্যাস। পুরস্কার : নক্ষত্রের রাজারবাগ গ্রন্থের জন্য এইচএসবিসি কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১২। বৈজ্ঞানিক কল্পকাহিনীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৮।
If you found any incorrect information please report us