৳ ৩৫০ ৳ ২৯৮
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
নিরন্ন ললাটে এখনো ক্ষুধার পিদিম জ্বলে
সভ্যতার প্রভাতফেরি ভোরে খড়ম পায়ে এখনো আমাদের হাঁটা হয়নি।
শীর্ণ বুকটা বেদনার হাপর টেনে টেনে ললাট সিঞ্চন ঘামে দিকে দিকে ঘানি সভ্যতা উপহার দিয়ে চলছে।
আদি সভ্যতার দু’টি খড়ম সযত্নে বগলদাবা করে এখনো ছুটে চলেছি, তোমার মনের দুর্মর দুর্বোধ্য হেরেমের চিরবসন্ত সুখের ঋণে।
ঠিক যেভাবে সুদাসলে আমার পূর্বসূরি পরিশোধ করে দিয়েছে কড়া গণ্ডা আনা হিসাব মেনে।
ক্ষুধার্ত দৈত্যের তীব্র ভর্ৎসনা হুংকার হুকুম জি জাঁহাপনা মেনে পেয়েছি নিয়তির খাণ্ডব,
তোমার অবহেলার অলিগলি বনবাদাড় পেরিয়ে চিমনির মুখে সাইরেন বাজিয়ে বুকের টগবগ রক্তে আলপনা এঁকে রাঙিয়েছি রাজপথ।
ভীষণ সময়ের “সততা মাতাল ঘোড়া” টেনে টেনে কাঁধে মাথাপিছু আয়ের নিম্নবিত্ত-মধ্যবিত্ত জোয়ালের ভারে আগ্রাসী দাদে পার করেছি বছর মাস শুক্লপক্ষ- কৃষ্ণপক্ষের দিন।
খড়ম পায়ে সভ্যতার উইকিপিডিয়া পড়তে পারিনি প্রতিদিন
নির্মম ভাগ্য! ক্ষুধার ছোবল বিষে লখিন্দর নিয়তির ভেলা চেপে তখন হয়ে এখনো পার করছি সীমাহীন দুর্গতি দিন।
Title | : | নিরন্ন ললাট |
Author | : | রাজীব দাশ |
Publisher | : | সপ্তর্ষি প্রকাশন |
ISBN | : | 9789849620136 |
Edition | : | 2022 |
Number of Pages | : | 120 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
If you found any incorrect information please report us