
৳ ২৬০ ৳ ১৯৫
|
২৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে ১০% পর্যন্ত ছাড়





কোভিড-১৯ মহামারি মোকাবিলা করার জন্য নেওয়া পদক্ষেপ, বিশেষ করে লকডাউন ব্যবস্থার মাধ্যমে মানুষের চলাচল এবং অর্থনৈতিক কর্মকা- বন্ধ করে দেওয়ার ফলে বৈশ্বিক অর্থনীতি পড়েছে গভীর মন্দায় এবং মানুষের জীবিকা পড়েছে হুমকির মুখে। জীবন, জীবিকা আর অর্থনীতি - এই ত্রিমুখী সংকটে মানবজাতি আজ নাস্তানাবুদ। বস্তুত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত গভীর সংকট আর দেখা যায়নি।
এই সংকটের প্রকৃত চেহারা কী? কেমন তার প্রভাব কর্মজগতের ওপর? কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সংকট কাটিয়ে ওঠার জন্য? কতটা কার্যকর হচ্ছে সেসব পদক্ষেপ? দরিদ্র এবং নিম্নবিত্ত মানুষের এমন অসহায় অবস্থা কেন হলো? কী করলে ভবিষ্যতে এমন অবস্থা এড়ানো যাবে? সাধারণ মানুষ যেন আগের চাইতে শক্তিশালী অবস্থানে ফিরে যেতে পারে তার জন্য কী করা যেতে পারে? এসব প্রশ্ন নিয়ে এই বই। আন্তর্জাতিক এবং জাতীয় উভয় পরিপ্রেক্ষিতেই বিষয়গুলো দেখা হয়েছে।
কোভিড মহামারির ফলে সৃষ্ট জীবন, জীবিকা আর অর্থনীতির ত্রিমুখী সংকট নিয়ে এই বই। সংকটের চেহারা, কর্মজগতের ওপর তার প্রভাব, সংকট কাটাবার জন্য নেওয়া পদক্ষেপ এবং তাদের কার্যকারিতা, দরিদ্র এবং নিম্নবিত্ত মানুষের অবস্থা, কী করলে ভবিষ্যতে এমন অবস্থা এড়ানো যাবে - এসব প্রশ্নের আলোচনা রয়েছে এতে। সহজ ভাষায় লেখা এই বইয়ে আন্তর্জাতিক এবং জাতীয় উভয় পর্যায়েই বিশ্লেষণ রয়েছে।
Title | : | করোনাঘাতে অর্থনীতি ও শ্রমবাজার |
Author | : | রিজওয়ানুল ইসলাম |
Publisher | : | বাতিঘর |
ISBN | : | 9789849533627 |
Edition | : | 2nd Edition, 2022 |
Number of Pages | : | 128 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
রিজওয়ানুল ইসলাম অর্থনীতিবিদ। আন্তর্জাতিক শ্রম সংস্থার এমপ্লয়মেন্ট সেক্টরের প্রাক্তন বিশেষ উপদেষ্টা। সংস্থাটির বিভিন্ন বিভাগে পরিচালক ছিলেন। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও গবেষণা প্রতিষ্ঠানে অতিথি বক্তা এবং ভিজিটিং প্রফেসর হিসেবে অধ্যাপনা এবং গবেষণা করেছেন। অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। শিক্ষাজীবনের সকল স্তরে প্রথম স্থান অর্জন করার বিরল কৃতিত্বের অধিকারী ড. ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং লন্ডন স্কুল অফ ইকোনোমিক্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। উন্নয়ন অর্থনীতির বিভিন্ন বিষয়ে ড. ইসলাম গ্রন্থ রচনা এবং সম্পাদনা করেছেন। বিশ্বের প্রথম শ্রেণির গবেষণা-সাময়িকীসমূহে এবং বিভিন্ন গ্রন্থে তাঁর গবেষণামূলক রচনা প্রকাশিত হয়েছে। তাঁর অতিসাম্প্রতিক বই ফুল অ্যান্ড প্রোডাকটিভ এমপ্লয়মেন্ট ইন ডেভেলপিং ইকোনোমিজ লন্ডনের রাউটলেজ কর্তৃক প্রকাশিত হয়েছে। ইউপিএল ইতিপূর্বে প্রকাশ করেছে বাংলায় লেখা তাঁর আরেকটি বই উন্নয়ন ভাবনায় কর্মসংস্থান ও শ্রমবাজার। এ ছাড়া ইউপিএল প্রকাশিত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতিধারা: সুবর্ণজয়ন্তীতে ফিরে দেখা গ্রন্থের তিনি যুগ্ম-লেখক।
If you found any incorrect information please report us