৳ ৩৫০ ৳ ২৯৭
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
একটু পরে দূরে গিয়ে দাঁড়ায় তটিনী । হুড়মুড়িয়ে কাঁদতে থাকে মেহু । রাতের আঁধার । ঠিক মধ্যরাত । জমাট বাঁধা দুঃখগুলোর রক্তক্ষরণ হচ্ছে মস্তিষ্কে । কেউ নেই! আকাশ ফরসা হয়ে গেছে । জোৎস্নার আলোয় গাছের আড়ালে বোঝা যাচ্ছে মেহুর চোখের জল । মায়া হয় তা দেখে অরণ্যর । হেরে যাওয়া এ ভালবাসার শেষ দিন কিনা আজ বুঝে উঠে না তা অরণ্য । হুদয়ের রক্তক্ষরণ চলতেই থাকে ওর । বন্ধ হয় না । বেঁচে এসে যেন আফসোসটা আরো দ্বিগুণ বেড়ে যায় । অনুভূতিহীন, ভালবাসা শূন্য এসব মানুষ বাঁচে? ও ভাবে ।
ম্লান মন খারাপ নিয়ে অরণ্য জড়িয়ে নেয় মেহুকে । একটু কাঁদে । মেহুর ওড়নায় লেগে যায় অরণ্যর চোখের জল। অবশ্য শুকিয়ে যাবে একটু পরেই । মুছে যাবে । স্মৃতিগুলোও কি মুছে যাবে, নিঃশেষ হবে? জানা নাই অরণ্যর । স্মৃতি নিঃশেষ হয় না, থেকে যায় বাতাস হয়ে, আঁধার হয়ে । মাঝে মাঝে ভয় দেখায় খুব নির্জন বিদঘুটে রাতে । নিঃসঙ্গতায়, একাকিত্বে । নিজের কান্নাগুলো নিজে ছাড়া কেউ যেন দেখার নেই । টের পায় তা অরণ্য । মেহুকে বেশ শক্ত করে জড়িয়ে রেখেছে ও, যেন দুজনের দুই গ্রহের বিষাদ এক পৃথিবীতে এসে মিলে গেছে । ও দেখতে পায় মেহুর কাঁধের সামনে বিভৎস মৃতপ্রায় এক নিজের ছায়া । অরণ্য কাঁদছে, কেউ দেখছে না । নিজের কান্না দেখছে কেবল ওর ছায়া । বিষণ্ণ এই ছায়াগুলোর দিকে তাকালেই, ওর ভিতরে বৃষ্টি নামে, টুপ টুপ করে বিষাদ ঝরে ।
Title | : | বিষাদবৃক্ষ |
Author | : | তানভীর কবির সৈকত |
Publisher | : | জ্ঞানকোষ প্রকাশনী |
ISBN | : | 9789849704041 |
Edition | : | 1st Edition, 2023 |
Number of Pages | : | 176 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
If you found any incorrect information please report us