
৳ ৪৮০ ৳ ৩৬০
|
২৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে ১০% পর্যন্ত ছাড়





অনান নাফির বুকে মাথা রাখল। নাফির শার্টের বুকের কাছের দুটো বোতাম খোলা। অনানের গালের স্পর্শ নাফির নগ্ন বুকে লাগল। নাফি এবার আর নিজের কাঠিন্য বজায় রাখতে পারল না। ও—ও গভীরভাবে জড়িয়ে ধরল অনানকে। মনে মনে বলল, ‘এই তো শেষ। আর তো দেখতেও পাব না। তাহলে আজকে আর নিজেকে নিয়ন্ত্রণ না করি। কঠিনতার খোলস ভেঙে একটু নরম হই। আমার প্রাণপাখিটার স্পর্শকে বুকের ভিতর নিয়ে জমিয়ে রাখি।’ কিছু মুহূর্তে দুজন দুজনকে আরও গভীরভাবে জড়িরে ধরল। নাফি যতটা শক্ত করে পারা যায়; ততটা শক্ত করে অনানকে জড়িয়ে ধরে ওর মাথায় চুমু খেয়ে মনে মনে বলল, ‘আমার ছোট্ট অনান, কদিন পর হয়তো সময়ের সাথে সাথে তুমি বড়ো হবে, তখন আমাকে নিয়ে তোমার অনুভূতি কমতে থাকবে। অনুভূতি কমতে কমতে একদিন শূন্যতে নামবে। হয়তো এসব কথা মনে পড়ে তুুমি তাচ্ছিল্য হাসবে। একদিন আমাকে সম্পূর্ণভাবে ভুলে যাবে। নতুন জীবন শুরু করবে। তোমার জীবনে নতুন কেউ আসবে, কিন্তু তুমি জানো না, আমার জীবনে কেউ আসবে না। কেউ না। আমি সারাজীবন কেবল তোমারই থাকব। তোমার এ স্পর্শটুকু দিয়ে, তোমার হয়েই কাটিয়ে দিব সারাজীবন। ভালোবাসি অনান; খুব ভালোবাসি। রৌদ্রোজ্জ্বল দিনে জন্ম নেওয়া আমাদের এ ভালোবাসার অনুভূতি থেকে যাবে মেঘের আড়ালে। সে মেঘ কাটবে কি না তা সয়ং সৃষ্টিকর্তা জানেন।
Title | : | রৌদ্রোজ্জ্বল দিনে একটু মেঘের ছায়া |
Author | : | শারমিন আক্তার সাথী |
Publisher | : | বর্ণলিপি প্রকাশনী |
ISBN | : | 9789849771128 |
Edition | : | 1st Published, 2023 |
Number of Pages | : | 176 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
শারমিন আক্তার সাথী। পিতা মো: শহিদুল ইসলাম। মাতা নাছিমা বেগম এবং প্রাণপ্রিয় স্বামী মো: আজমীর হোসেন। মায়ের কোল আলোকিত করে ১৯৯৭ সালের ২২ই সেপ্টেম্বর বরিশাল জেলার ছোট্ট একটি গ্রাম রূপাতলীতে জন্মগ্রহণ করেন। অতঃপর শৈশব এবং কৈশোরও কাটে সেখানেই। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্থানীয় স্কুল-কলেজ থেকেই পাশ করেছেন। লেখালেখিটা তার কাছে মনের ভাব প্রকাশের এক চমৎকার মাধ্যম। নিজের ভাবনাটাকে লেখার মাধ্যমে অন্যের কাছে পৌঁছানোর চমৎকার মাধ্যম লেখালেখি। কল্পনার জগতের সব রঙ মিশিয়ে সাদা কাগজে শব্দের তুলি টানতে ভালোবাসেন। লিখতে ভালোবাসেন। লিখে যেতে চান জীবনের শেষ দিন পর্যন্ত। ২০১৯ সাথে তার প্রথম বই 'সমীকরণের মিশ্রণ' প্রকাশিত হয়। অতঃপর একাধারে 'সমান্তরাল বাঁধন, তোমায় নিয়ে, কিছু সাদা টিউলিপ, সংবৃত এবং সর্বশেষ প্রকাশিত হয়েছে 'ঘর' বইটি। এছাড়াও প্রকাশ পেয়েছে দুটি ই-বুক। 'শেষ পাতা' ও 'একদিন বিকালে সকাল হয়েছিল' দীর্ঘ সময় ছিলেন লেখালিখি থেকে খানিকটা দূরত্বে। সময় এসেছে ঘুচিয়ে নেওয়ার। এবং করেছেনও তাই। 'রৌদ্রোজ্জ্বল দিনে একটু মেঘের ছায়া' বইটিতে পাঠকদের সকল অভিযোগ ঘুচিয়ে নেওয়ার সক্ষমতা রয়েছে।
If you found any incorrect information please report us