৳ ৩০০ ৳ ২৫৫
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
লেলিহান সময়ের গল্প
মাহবুব মোতানাঝি
'লেলিহান সময়ের গল্প' আমাদের কালের এই বদ্বীপের এক চলমান দর্পণ। একেকটি গল্পে একেক দিক থেকে দর্পণে মুখ দেখেছেন লেখক। একই লোকালয়ের গল্প। কিন্তু লেখকের কুশলী আলোকসম্পাতে একেকবার পাঠককে নিয়ে যায় একেক চিত্রকল্পে। প্রত্যেকটি গল্পই স্বতন্ত্র উপস্থাপনভঙ্গী আর বিষয় বৈচিত্র্যে এমনই ঋদ্ধ যে, সব একই লেখকের লেখা কি না তা নিয়ে মাঝে মাঝে বিভ্রম জাগে।
যাঁরা বলেন, ছোটগল্পের দিন শেষ, চূড়ান্ত মন্তব্য করার আগে তাঁদের অবশ্যই পড়ে দেখতে হবে এ বইটি। কঠিন পাঠকের জন্য কঠিন করে যেমন লেখা হয়নি গল্পগুলো, তেমনি আবার বায়বীয় ভাবালুতায় ভাসমানও নয় এ লেখা। বাস্তবতার কঠিন মাটির নিচ দিয়ে অন্ত শীলা স্রোতের মত স্বচ্ছন্দে চলে গেছে লেখকের কলম। আরোপিত পরবাস্তবতা নয় আবার কঠিন পাথুরে গদ্যও নয়, দুই মলাটের মধ্যে সুখপাঠ্য কিন্তু ভাবনা জাগানোর মত কিছু লেখা লিখেছেন গল্পকার।
Title | : | লেলিহান সময়ের গল্প |
Author | : | মাহবুব মোতানাব্বি |
Publisher | : | দি রয়েল পাবলিশার্স |
ISBN | : | 9789849715924 |
Edition | : | 1st Published, 2023 |
Number of Pages | : | 112 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
মাহবুব মোতানাব্বি ১৯৫৯ সনের ৭ জানুয়ারি কুমিল্লার বরুড়া থানার আগানগর গ্রামে নানার বাড়িতে জন্ম নেন। শৈশবেই গ্রামের আদিগন্ত ফসলের সবুজ মাঠ আর গ্রামের পাশের স্রোতস্বিনী তাঁর কল্পমানস গড়ে তোলায় বিশাল অবদান রাখে। শৈশবের পরের ধাপ কাটে তাঁর ডাকাতিয়া আর তিতাস নদীর তীরে বাস্তব আর পরাবাস্তবের ঢেউয়ের দোলায়। আখাউড়ার পর কিছু সময়ের জন্য তিনি পড়াশোনা করেন কুমিল্লা জিলা স্কুলে (১৯৬৮-৬৯)। ১৯৭০ থেকে ৭৬ পর্যন্ত তাঁর কাটে ফৌজদারহাট ক্যাডেট কলেজের পাহাড় আর সমুদ্রবেষ্টিত বিশাল অঙ্গনে। এস.এস.সি ও এইচ.এস.সি উভয় পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় স্থান পান। পরবর্তীকালে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সময়ই তার লেখা নাটক বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। টেলিভিশন বির্তকে বিজয়ী ঢাকা মেডিক্যাল কলেজ টিমের সদস্যও ছিলেন তিনি। আশির দশকে (৮১-৯০) দেশের প্রায় সব উল্লেখযোগ্য জাতীয় পত্রিকায় তার ছোটগল্প প্রকাশিত হয়েছে। শিশু চিকিৎসায় এফ সি পি এস এই লেখক পেশাগত জীবনেও অর্জন করেছেন ব্যাপক সাফল্য। ঢাকা মেডিক্যাল কলেজ ও পরবর্তীকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষকদের মধ্যে তিনি একজন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৈজ্ঞানিক জার্নালে অনেক গবেষণাপত্র ছাড়াও তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সর্বসাধারণের জন্য প্রচুর নিবন্ধ লিখেছেন, আলোচনায় অংশ নিয়েছেন। চিকিৎসক স্ত্রী ও দুই ছেলে নিয়ে তাঁর একান্ত ভুবন।
If you found any incorrect information please report us