
৳ ৩৫০ ৳ ২৬৩
|
২৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে ১০% পর্যন্ত ছাড়





"আশ্চর্য ছায়াপথ" – ফাতেমা জুঁই রচিত কাব্যগ্রন্থটি নিঃসন্দেহে বাংলা সাহিত্যের এক অনবদ্য সংযোজন। কবি এখানে নারীর অপরিসীম ক্ষমতা, সাহস এবং নিজস্ব আলোকিত সত্তার অসামান্য প্রতিচ্ছবি এঁকেছেন। জীবনের চড়াই-উতরাই, অন্ধকার, এবং প্রতিকূলতার মধ্যদিয়ে একজন নারী কিভাবে তার নিজস্ব আলোকশিখা জ্বালিয়ে রাখে, তা কবিতার প্রতিটি স্তবকেই প্রাণ পেয়েছে।
নারীর জীবনকে ছায়াপথের সঙ্গে তুলনা করে, ফাতেমা জুঁই এক গভীর দার্শনিক ভাবনা প্রকাশ করেছেন। ছায়াপথ যেমন রহস্যময় এবং পথপ্রদর্শক, তেমনি একজন নারীও তার আত্মশক্তি এবং ধৈর্যের মাধ্যমে নিজের জীবনের আঁধারকে আলোকিত করে তোলে। এই কাব্যগ্রন্থে নারীর শক্তি শুধু তার নিজের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তা সমাজকে আলোকিত করে, পথ দেখায় নতুন দিশার।
কবিতাগুলোর শব্দচয়ন, উপমা, এবং অনুভূতিতে একাধারে মাধুর্য এবং দৃঢ়তার ছাপ রয়েছে। ফাতেমা জুঁই নারীর অবদমিত কষ্ট আর বিজয়ের গল্পগুলোকে যেভাবে তুলে ধরেছেন, তা কেবল পাঠকের মন স্পর্শই করবে না, বরং তাকে অনুপ্রাণিতও করবে। "আশ্চর্য ছায়াপথ" কাব্যগ্রন্থটি নারীর জয়গানের এক কাব্যিক মহাকাব্য। এটি কেবল একগ্রন্থ নয়, বরং প্রতিটি নারীর জীবনের গল্প।
এটি পাঠকের মনের গভীরে নারীর প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে বলেই বিশ্বাস।
Title | : | আশ্চর্য ছায়াপথ |
Author | : | ফাতেমা জুঁই |
Publisher | : | শব্দকথা প্রকাশন |
ISBN | : | 9789849647386 |
Edition | : | 1st Published, 2025 |
Number of Pages | : | 96 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
ফাতেমা জুই প্রকৃত নাম কানিজ ফাতেমা সাথী। সাহিত্যাঙ্গনে পরিচিত 'ফাতেমা জুঁই' নামে। তিনি ১৯৮৯ সালের ১লা জানুয়ারি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার কুড়ালিয়া গ্রামে নানার বাড়িতে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আমিনুল ইসলাম এবং মাতা নাজমুন নাহার। বাবার চাকরির সুবাদে তাঁর শৈশব এবং শিক্ষাজীবনের শুরু বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায়। তিনি বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে ইডেন মহিলা কলেজের সমাজকর্ম বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী। যদিও তিনি একজন গৃহিণী, তবুও অবসর সময় কাটান কবিতা লেখা, গান শোনা, ছবি আঁকা ও হাতের কাজ করার মাধ্যমে। ভ্রমণপ্রিয় এই কবি ইতিমধ্যেই দেশের একজন উদীয়মান বাচিক শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে আবৃত্তি পরিবেশন করেছেন এবং জাতীয় পত্রিকা যেমন বাংলাদেশ বুলেটিন, খোলা কাগজ, আলোকিত বাংলাদেশ-সহ আরও অনেক পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। তার লেখনীর অনুপ্রেরণা হলেন তাঁর বাবা, নানুভাই ও দাদুভাই। ইতিমধ্যে তাঁর যৌথ কাব্যগ্রন্থ 'শ্রাবণ সন্ধ্যায় এসেছিলে তুমি' এবং 'রক্তবানে ২৪-এর ইতিহাস' পাঠকের মনোযোগ আকর্ষণ করেছে। তাঁর একক কাব্যগ্রন্থ 'আশ্চর্য ছায়াপথ' জীবন, প্রেম ও নারী সমাজের ওপর একটি অনবদ্য সাহিত্যকর্ম।
If you found any incorrect information please report us