
৳ ৫০০ ৳ ৩৭৫
|
২৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে ১০% পর্যন্ত ছাড়





সুন্দরবনের কোল ঘেঁষে অনুন্নত এক জনপদে চঞ্চলা হরিণীর মত বেড়ে উঠছিল লাইলী। নিত্য অভাব অনটন থাকা সত্ত্বেও অপার সৌন্দর্যের লীলাভূমি এই বনকে ঘিরে নানা রকম ভাবনার আঁকিবুঁকি করতে বেশ ভালো লাগতো মেয়েটার। সুন্দরবনে প্রচলিত গল্প আর উপকথাকে বাস্তবতার নিরিখে যাচাই করার চেষ্টা করতো লাইলী। বাঘের থাবায় স্বামী হারানো অচ্ছুৎ বাঘবিধবাদের জন্য কিছু একটা করার তাড়নাবোধ করতো সে। তবে সকল কুসংষ্কার পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্নে বিভোর লাইলী বারবার অদ্ভুত এক অভিজ্ঞতার সম্মুখীন হয়ে জীবনের চলার পথে পিছিয়ে পড়তে লাগলো।
নিজের চোখের সামনে পিতার নির্মম মৃত্যুর ঘটনা থেকে এর সূত্রপাত। পরিবার-পরিজন কিংবা চেনাজানা কেউ জীবিকার সন্ধানে সদলবলে বনের গভীরে গেলেই হলুদের উপর খয়েরী ডোরাকাটা বিশালদেহী হিংস্র এক বাঘ লাইলীর সামনে এসে হাজির হতে শুরু করলো। আর এর পরপরই সেই দলে থাকা সদস্যের বাঘের থাবায় প্রাণ হারানোর সংবাদ পেতে লাগলো সবাই! এদিকে বনদস্যুদের অবৈধভাবে বন্যপ্রাণী শিকার বেড়ে যাওয়াতে বাঘের খাদ্য সংকটের কারণে বনজীবীদের উপর আক্রমণের হার বেড়েই চলছে। বাঘবিধবাদের কান্নায় ভারী হচ্ছে জনপদের আকাশবাতাস। প্রতিটি মৃত্যুর জন্য লাইলীর কেবল নিজেকেই দায়ী মনে হচ্ছিলো।
বিলাই মোশারফের সাথে তীব্র দ্বন্দ্ব, মুরাদকে হারানোর বেদনা আর বাঘবিধবা হিসেবে সমাজে দুর্নামের ভার লাইলীকে আরও দুর্বল করে দিল। পরিশেষে লড়াইয়ের সিদ্ধান্ত নিল গর্ভবতী লাইলী। বনের রাজা বাঘের সাথে সন্মুখ সমরই কেবলমাত্র লাইলীর সাথে ঘটে যাওয়া অতিপ্রাকৃত ঘটনার ইতি টানতে পারবে বলে ওর বিশ্বাস।
Title | : | বাঘবিধবা |
Author | : | সামশাদ সুলতানা খানম |
Publisher | : | শব্দশৈলী |
ISBN | : | 9789849885290 |
Edition | : | 1st Published, 2025 |
Number of Pages | : | 184 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
সামশাদ সুলতানা খানম জন্ম ৯ জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর সম্পন্ন করে উক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক রিসার্চ জার্নালে ছাপা হয়েছে তাঁর গবেষণাপত্র। পেশাগত জীবনে ফার্মাসিউটিক্যাল সেক্টরে কাজ করছেন। এ পর্যন্ত ২০টিরও বেশি দেশে ভ্রমণ করেছেন, সেইসাথে বহির্বিশ্বে বাংলাদেশকে যথাসাধ্য তুলে ধরার চেষ্টা অব্যাহত রেখেছেন। বাংলা ও ইংরেজি ভাষায় পারদর্শীতার পাশাপাশি শিখেছেন জাপানি, ফরাসি এবং আরবি ভাষা । বরাবরই নিজেকে একজন সুপাঠক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার মতে পড়ার অভ্যাস না থাকলে, লেখার অভ্যাস গড়ে তোলা মুশকিল । কল্পনায় নিজের মতো করে মানবমনের অলিগলি ঘুরে বেড়াতে ভালো লাগে, তাই অবসরে লেখালেখির পাশাপাশি চলমান জীবন এবং এর সাথে সংশ্লিষ্ট মানুষজন নিয়ে ভাবতে খুব পছন্দ করেন তিনি । ‘অলকানন্দা’ প্রথম প্রকাশিত উপন্যাস হলেও গত এক দশক ধরে কবিতা, গল্প আর ভ্রমণকাহিনি লিখছেন।
If you found any incorrect information please report us