
৳ ৩০০ ৳ ২২৫
|
২৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে ১০% পর্যন্ত ছাড়





'কবে আমার সুপ্ত চেতনায় ঢেউ হয়ে আছড়ে পড়েছিল কবিতা আমার তা মনে পড়ে না। শুধু জানি কবিতার সাথে গভীর সখ্য তৈরি হয়েছিল বলে আমি কারো পক্ষে-বিপক্ষে যাই নি। নিজের কক্ষপথ থেকে ছিটকে পড়িনি।
অস্থির সময়েও নিজের লক্ষ্যে স্থির থেকেছি। কবিতা হয়েছে আমার ভালো থাকার উপলক্ষ্য।
শুধু কবিতার সাথে সখ্য হয়েছিল বলে আমি কখনো নিঃসঙ্গ হইনি।
আবার অনেক ভীড়ের মধ্যেও একলা হয়ে যেতে পেরেছি।" কবিতার সাথে এমন নিবিড়, গভীর সখ্য সাথী আখতারকে ভালো রাখে, কবিতার হাত ধরে তিনি বেঁচে ওঠেন হাজার বার।
সাথী আখতার গদ্যের কড়া হাতুড়ির আঘাতে কবিতার মাধুর্য ম্লান করেননি।
দুর্বোধ্য ভাষার অবগুন্ঠনে কবিতাকে অবগুন্ঠিত করেননি। নির্মাণ এবং বিনির্মাণে তিনি কবিতায় সহজ শব্দ প্রয়োগ করেছেন।
কখনো সরল ছন্দে, কখনো সহজ ভাষায় কবিতায় বলেছেন প্রেম, বিরহ, নিসর্গ, নির্জনতা, নিঃসঙ্গতা এবং মানবিক মূল্যবোধের কথা।
Title | : | কাছে থাকা দূরের মানুষ |
Author | : | সাথী আখতার |
Publisher | : | চলন্তিকা |
ISBN | : | 9789849885528 |
Edition | : | 1st Published, 2025 |
Number of Pages | : | 96 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। ক্লাস সেভেনে বাংলা খাতার পেছনে কবিতা লেখার মাধ্যমে সাহিত্যচর্চা শুরু করেন। শৈশবকাল থেকে সাহিত্যের প্রতি গভীর অনুরাগের কারণে সাহিত্য নিয়েই পড়াশোনার ইচ্ছে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শেষে আমেরিকা মিনেসোটার সেন্ট ক্লাউড স্টেট ইউনিভার্সিটিতে এমবিএ পড়তে যান। একবছর পর দেশে ফিরে আসেন। পরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন। কিছুদিন একটা স্কুলে শিক্ষকতা করেন। ডায়েরীর পাতায় নিরবে নিভৃতে লিখে গেছেন হৃদয়ের গভীর থেকে উৎসারিত আবেগের কথকতা। প্রকাশ করার কথা অসংখ্যবার ভেবেও কোনো লেখা প্রকাশ করা হয়নি। ২০২০-এ করোনা মহামারীর পরাবাস্তব পৃথিবী এক আশ্চর্য উপলব্ধির সামনে দাঁড় করিয়ে দেয় সাথী আখতারকে। আলো-ছায়ার অনিশ্চয়তার মাঝে দাঁড়িয়ে মৃত্যু-চিন্তায় আচ্ছন্ন মন বলে ওঠে," আগামীকাল নাও আসতে পারে।" এই ভাবনা থেকেই ডায়েরীবন্দী লেখা প্রকাশ করতে উদ্যোগী হন। অনলাইন সাহিত্যভিত্তিক পেইজে এবং পত্রিকায় নিজের লেখা প্রকাশ করেন। 'পাঁজরে পুষ্পের ঘ্রাণ' সাথী আখতারের প্রথম গল্পগ্রন্থ।
If you found any incorrect information please report us