
৳ ৪০০ ৳ ৩০০
|
২৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে ১০% পর্যন্ত ছাড়





তাঁবুর নিচে এসে চেয়ার পেতে চার জন গোল হয়ে বসল। ড. মিজানুর রহমান শুরু করলেন। শোন তাহলে এই ঝিনাইদহ একটি প্রাচীন জনপদ। প্রাচীনকালে এটা টলেমী বর্ণিত গঙ্গারিডি রাজ্যভুক্ত ছিল। ঝিনাইদহের অন্তর্গত বারোবাজার ছিল গঙ্গারিডির রাজধানী। মধ্যযুগে ঝিনাইদহের বহু স্থানের সঙ্গে রাজা, বাদশাহ, পীর-ফকিরের সম্পর্ক ছিল এবং তাঁদের কীর্তিরাজি দ্বারা সমৃদ্ধ হয়েছে এই ঝিনাইদহ অঞ্চল। রাজা মুকুট রায় তাঁদের মধ্যে অন্যতম।
প্রাদেশিক কাহিনি, প্রচলিত প্রবাদ, জনশ্রুতি ও কিংবদন্তি অনুসারে বৃহত্তর যশোর অঞ্চলে তিন জন মুকুট রায় ছিলেন—১. জয়দিয়া (নড়াইল)-র মুকুট রায়; ২. বাড়িয়াবাথানের মুকুট রায়; ৩. ঝিকরগাছা সংলগ্ন ব্রাক্ষ্মণ নগরের (বর্তমানে যশোর জেলার অর্ন্তগত) মুকুট রায়। এঁরা সবাই বারভূঁইয়াদের বংশধর। এঁরা রাজা উপাধি গ্রহণ করেছিলেন অথবা বঙ্গেশ^র কর্তৃক রাজা উপাধি প্রদত্ত হয়েছিলেন।
আমরা মাটি খনন করে যাঁর সম্পর্কে আবিষ্কার করার কাজে নেমেছি অর্থাৎ ঝিনাইদহ অঞ্চলের এ মুকুট রায় বা মুকুট রাজা একজন প্রবল প্রতাপশালী জমিদার ছিলেন। সম্ভবত মোঘল আমলের প্রথম ভাগে এ মুকুট রাজার অভ্যুদয় ঘটেছিল। অনেকে আবার অনুমান করেন, মুকুট রাজার অভ্যুদয়কাল মধ্যযুগীয় দিল্লির সুলতানাত আমল।
বাড়িয়াবাথানের এই মুকুট রাজার অনেক সৈন্য সামন্ত ছিল। কোড়াদারদের সঙ্গে নিয়ে তিনি রাস্তা নির্মাণ ও জলাশয়ও খনন করতেন।
Title | : | মুকুট রাজার দেশে |
Author | : | চৌধুরী নূর হুসাইন |
Publisher | : | অন্যপ্রকাশ |
ISBN | : | 9789845026536 |
Edition | : | 1st Published, 2025 |
Number of Pages | : | 128 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
চৌধুরী নূর হুসাইনের জন্ম ২১ নভেম্বর-মাওলানা আব্দুল গণি রোড, কাঞ্চনপুর, ঝিনাইদহে। পিতা মাওলানা আব্দুল গণি চৌধুরী। মাতা হাজেরা বেগম। স্ত্রী কামরুন নেছা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএইচএমএস এবং সিটি ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন। পেশাগত জীবনে ছিলেন সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের সিনিয়র ম্যানেজার (শেয়ার বিভাগ)। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। কবিতা দিয়ে লেখালেখিতে হাতেখড়ি। ছড়া, গল্প, গান, উপন্যাস এবং শিশুতোষ রচনাও লিখছেন। দুরন্ত কিশোর উপন্যাস 'মুকুট রাজার দেশে' তাঁর বারোতম গ্রন্থ। হযরত শাহজালাল (রঃ)-এর বংশধর (দাদির পক্ষ থেকে) বৃশ্চিক রাশির জাতক চৌধুরী নূর হুসাইন পাঁচ ভাই ও চার বোনের মধ্যে পঞ্চম। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের সঙ্গে সম্পৃক্ত।
If you found any incorrect information please report us