
৳ ৭০০ ৳ ৫২৫
|
২৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে ১০% পর্যন্ত ছাড়





একটা নারী তার সংসারে অনেক,আবেগ,অনুভুতি , সময়, ভালোবাসা, আর অনেক অনেক শ্রম ব্যয় করে। কিন্তু সেইসবের মুল্য কি সে আদেও পাই? পেলে ও ঠিক কতটুকু?? তার শ্রমের কোনো মুল্য কি কারো পক্ষে নির্ধারণ করা সম্ভব? কিন্তু হায়!! মুল্য দেয়া তো দূরে থাক! তার প্রাপ্য সম্মানটুকুও তাকে দেওয়া হয় না! যুগ অনেক এগিয়ে গেলেও মানুষ এখনো আদি কালের কিছু অসামাজিক রীতিকে আঁকড়ে ধরে গৃহবধূর উপরে চালায় মানসিক অত্যাচার। এখনো সমাজে চলছে মেয়ের বাড়িতে থেকে মেয়ের জন্য প্রয়োজনীয় সামগ্রীর নামে যৌতুক প্রথার প্রচলন। নিহাতই সেকাল থেকে হয়ে আসা রীতিকে আঁকড়ে ধরে আছেন সমাজের অনেক জ্ঞানীগুনী মানুষও। ছেলে পক্ষের মেয়ে পক্ষের কাছে থাকে আকাশ ছোঁয়া দাবী। আর সে দাবী পুরন করতে একটু উঁচনিচ হলেই মেয়েকে সহ্য করতে হয় অমানবিক অত্যাচার। এই উপন্যাসে ইশা নামক মেয়েটির বিবাহিত জীবনে উঠা পড়া,সাংসারিক অশান্তি, শাশুড়ীর কটুবাক্য উপেক্ষা করে নিজের সংসারকে কিভাবে চালিয়েছেন সেই দৃশ্য তুলে ধরে হয়েছে। এছাড়া এই গল্পটাতে আমি বহুরুপী শব্দটাকে আলাদাভাবে বুঝানের চেষ্টা করেছি। এই শব্দটার অনেক মানে আছে সেইটাই তুলে ধরার চেষ্টা করেছি। বহুরুপী শব্দটিকে মানুষের সবসময় একটি নেতিবাচক শব্দ হিসেবে বিবেচনা করে। কিন্তু আমি মনে করি এই শব্দের ইতিবাচক, নেতিবাচক দুটো দিকই আছে। প্রত্যেক মানুষই নিজের মাঝে লুকিয়ে রাখে ভিন্ন এক সত্তাকে! অন্য এক আমিকে। সেই একাদিক রুপ কিংবা বহুরূপী শব্দের ইতিবাচক, নেতিবাচক দিকটা দেখানো হয়েছে এই বহুরুপী নামক উপন্যাসে।
Title | : | বহুরুপী |
Author | : | আলিফা আফরিন |
Publisher | : | অনুপ্রাণন প্রকাশন |
Edition | : | 1st Published, 2025 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
আলিফা আফরিন' ২০০৩ সালে ৯ই ফেব্রুয়ারী চট্টগ্রাম জেলার মাদামবিবির হাট এলাকার জাহানাবাদ নামে ছোট্ট একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আলী,এবং মাতার নাম লাকী আকতার। বই পড়ার প্রতি ছোট বেলা থেকেই মোটামোটি ঝোঁক ছিল। সেখান থেকেই সাহিত্যের প্রতি আগ্রহ জন্মায়। ২০২৪ সালেই তার "১০১ পৃষ্ঠা" এবং "৯৯ কবি তা" দুটি যৌথ কাব্যগ্রন্থে কাজ করেন। বর্তমানে তিনি বাংলা বিষয়ে স্নাতক প্রথম বর্ষে অধ্যায়নরত আছেন।
If you found any incorrect information please report us