
৳ ১২৫ ৳ ১১৯
|
৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১১৯৯+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৬৯৯+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER





"কল্যাণী — জীবনানন্দ দাশের অপরিচিত অথচ গভীরভাবে অনুভবী এক উপন্যাস। এটি তাঁর মৃত্যুর বহু বছর পর ১৯৮১ সালে প্রথম প্রকাশিত হয়। এই উপন্যাসে নেই প্রচলিত কাহিনির ছক, নেই সাদা-কালো চরিত্রায়ন; আছে শুধু মানুষের একাকীত্ব, ক্লান্তি, অন্বেষণ এবং হারানোর গভীর বোধ। নামমাত্র নায়িকা কল্যাণী—এক রহস্যময়, অন্তর্মুখী, আত্মনির্ভরশীল নারী। আর তার পরিপ্রেক্ষিতে উঠে আসে এক পুরুষ চরিত্র—একজন অবসরপ্রাপ্ত মানুষ, যিনি সময়ের ভারে, স্মৃতির ভারে এবং নিজের অসারতা-অনুভবে ভারাক্রান্ত। কল্যাণীর সঙ্গে তার সম্পর্ক কখনো জড়িয়ে যায় প্রেমে, কখনো আত্মীয়তার মতো, কখনোবা নিছক মানবিক নির্ভরতার টানে। কিন্তু এই সম্পর্ক কখনোই পরিণতির দিকে যায় না; বরং প্রতিটি মুহূর্তে প্রশ্ন তোলে মানুষের অস্তিত্ব, সম্পর্ক, আর সমাজে আমাদের অবস্থান নিয়ে। এই উপন্যাসেও জীবনানন্দ দাশ তাঁর চিরচেনা বিষণ্ণ, ধীরলয় জীবনের ছাপ রেখেছেন—যেখানে চরিত্রেরা বাস্তবের চেয়ে অনেক বেশি জীবন্ত হয়ে ওঠে তাদের নিঃশব্দ যন্ত্রণায়। উপন্যাসের ভাষা কাব্যিক, ভাবপ্রবণ এবং ক্ষীণ আলোয় দেখা স্বপ্নের মতো। কল্যাণী উপন্যাসটি কোনও সমাধান দেয় না, বরং আমাদের নিয়ে যায় এমন এক দুনিয়ায়, যেখানে প্রশ্নগুলোই মুখ্য—উত্তর নয়। মানুষের অন্তর্জগত, সময়ের ক্ষরণ, এবং সম্পর্কের অনির্ধারিততা এখানে এক অপূর্ব মেলবন্ধন তৈরি করেছে। জীবনানন্দ দাশ নিজে কখনও এই উপন্যাস প্রকাশ করেননি। হয়তো তিনি বুঝেছিলেন, সময় তখনো তৈরি নয় এমন একান্ত মানবিক অভিজ্ঞতা গ্রহণের জন্য। কিন্তু আজ, এই উপন্যাস আমাদের সামনে খুলে দেয় এক নিঃসঙ্গ, ভাবুক, অথচ মর্মস্পর্শী জগৎ—যেখানে কল্যাণী শুধু একটি নারী নয়, এক প্রশ্নচিহ্ন।
Title | : | কল্যাণী |
Author | : | জীবনানন্দ দাশ |
Publisher | : | প্রিমিয়াম পাবলিকেশন্স |
ISBN | : | 9789845658902 |
Edition | : | 1st Published, 2025 |
Number of Pages | : | 144 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪; ৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ)[২] ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম।গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন।বুদ্ধদেব বসু তাঁকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে, অন্নদাশঙ্কর রায় তাঁকে ‘শুদ্ধতম কবি’ অভিধায় আখ্যায়িত করেছেন।জীবনানন্দের বনলতা সেন কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলনে পুরস্কৃত (১৯৫৩) হয়। ১৯৫৫ সালে শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি ভারত সরকারের সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করে।জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মাঝে রয়েছে রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি।
If you found any incorrect information please report us