
৳ ১৬০ ৳ ১৪১
|
১২% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১১৯৯+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৬৯৯+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER





পনেরো বছরের বেশি সময় জাতির দুঃস্বপ্নের কালো অধ্যায়। একে একে মানুষ হারিয়েছে অধিকার―বাক্ ব্যক্তি ও সামাজিক অধিকার।
গণতন্ত্রের বদলে চেপে বসে স্বৈরাচার। মত প্রকাশের ছিল না স্বাধীনতা। কেড়ে নেয়া হয়েছিল কর্মের স্বাধীনতা, সরকারের স্তুতি-স্তাবকতাই ছিল সংবাদ মাধ্যম আর কবিতা গান সহ সাংস্কৃতিক অঙ্গনের একমাত্র চর্চা। গুম, হত্যা, নির্যাতনের নাটক সাজিয়ে মুখোশ পরে প্রতিবাদীদের তুলে নেয়া হতো নির্যাতন সেলে। একের পর এক প্রতিবাদীদের হত্যা, গুলি চলে। জেল-জুলুম আর আয়নাঘরে চলে বছরের পর বছর অমানসিক নির্যাতন। স্বৈরাচারের চাটুকার ছাড়া বাকি সবাইকে স্তব্দ করে দেয়া হতো নানান প্রকাশ্য ও গুপ্ত বাহিনীর নির্মম অত্যাচারে।
অন্যদিকে ক্ষমতাসীনরা লুট করে নেয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা। ব্যাংক, বাণিজ্য, শেয়ার বাজার সব লুট হয়ে যায়, তারা হয়ে যায় মালিক। রাষ্ট্রের রিজার্ভ চুরি সহ সবকিছু লুট হয়ে যায়। কয়েকজন স্তুতিবাদী সাংবাদিক মিডিয়ার নিয়ন্ত্রণ করত। আর দেশের মানুষকে প্রতারিত করত রং মাখানো চটকদার কল্প কাহিনিতে।
এ সময়ে ভিন্ন মতের প্রতিবাদী কবিদের প্রতিবাদের ভাষা ছিল রূপক। ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত রূপকাশ্রয়ী দ্রোহের কবিতার কিছু সংকলিত হলো এই প্রন্থে।
Title | : | নির্বাচিত দ্রোহ-প্রেমের কবিতা |
Author | : | বদিউল আলম |
Publisher | : | সাহিত্যদেশ |
ISBN | : | 9789849983316 |
Edition | : | 1st Published, 2025 |
Number of Pages | : | 96 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
বদিউল আলম। কবি, গল্পকার ও ঔপন্যাসিক। তিনি ১৯৫৬ সালের ৫ মে, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় খাজুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম হাজী সেকান্দর আলী মিয়া। মা মোসাম্মৎ ফাতেমা বেগম। কবি বদিউল আলম চট্টগ্রাম বিশ^বিদ্যালয় হতে স্নাতক (সম্মান) ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮২ সালের বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। মাঠপর্যায়ে কর্মরত থাকাকালে তিনি বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার সুযোগ পেয়েছেন। সরকারের যুগ্মসচিব পদ থেকে তিনি অবসরে এসে সাহিত্যাঙ্গণে পূর্ণ মনোনিবেশ করেন। নিসর্গপ্রেম, বিরহ, বেদনা, বাস্তবতা, সামাজিক, মনস্তাত্তি¡ক ও মানবিক বিষয়গুলো কবির কবিতায় নান্দনিক এবং সাবলীলভাবে প্রকাশিত হয়েছে। তিনি একই সঙ্গে কবি, গল্পকার ও ঔপন্যাসিক। তাঁর প্রকাশিত গল্পগ্রন্থ জুলুভাই (২০১৯) ও উপন্যাস- ফারু (২০১৯) শাহেদ (২০২০) শেষ উপহার (২০২০) কবরী (২০১২১) দেশে ও বিদেশে বাঙালি পাঠকদের ভূঁয়সী প্রশংসা কুড়িয়েছে এবং আলোচিত ও সমাদৃত হয়েছে। তাঁর কাব্যগ্রন্থ- বলাকার দেশে (২০১৮), কে তুমি তন্দ্রাহরণী (২০১৮), সূর্যাস্তের সাথেই যাব (২০১৯), গোলাপ ছুঁয়েছি নিমগ্ন আবেগে (২০১৯) কবি মহলে ও কবিতাপ্রেমিদের মধ্যে ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে। ‘শিশিরের ঠোঁটে বেদনার নীল’ তাঁর পঞ্চম প্রকাশিত কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থে তাঁকে পাওয়া যাবে আরও পরিণত ও কাব্যদৃষ্টি সম্পন্ন একজন পরিপূর্ণ কবি রূপে।
If you found any incorrect information please report us