
৳ ৩৬০ ৳ ৩২৪
|
১০% ছাড়
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১১৯৯+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৬৯৯+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER





শম্ভুপ্রসাদ সুমতি হির হুলসী
রাম-চরিতমানস কবি তুলসী।
এর অর্থ মহাদেব শম্ভুর প্রসাদে হুলসীর হৃদয়ানন্দবর্ধনকারী তুলসীর হৃদয়ে সুমতি হওয়াতে সে রাম-চরিতমানসের, অর্থাৎ রামায়ণের কবি হইলেন। সারা ভারতে যুগ যুগ ধরে সর্বস্তরের মানুষ এই রাম-চরিতমানসের অমৃত আস্বাদন করে আসছেন। অতি সাধারণ মানুষের জন্য অযোধ্যায় প্রচলিত হিন্দি ভাষায় এই মহাকাব্যটি তিনি রচনা করেছিলেন আদিষ্ট হয়ে। সুরলোক থেকে তাঁর কাছে নির্দেশ এসেছিল।
অমৃতলোকের আশীর্বাদ ছাড়া এমন একটি কাব্য রচনা করা যায় না। তুলসীদাসের বাল্যজীবন অতি দুঃখের। তিনি বত্রিশটি দাঁত নিয়ে জন্মেছিলেন। কুলপুরোহিত বলেছিলেন, এই সন্তানটিকে তোমরা ত্যাগ কর। সংসারে রেখো না। তোমাদের সর্বনাশ হবে। পরিবার থেকে পরিত্যাজ্য হয়েছিলেন তুলসীদাস। এ যেন শাপে বর। তাঁকে মানুষ করলেন তাঁদের কুলগুরু সাধু নৃসিংহদাস। তুলসীদাস তাঁর বাল্য ও কৈশোর কাটালেন আশ্রমিক পরিবেশে। সাধুসঙ্গে। সাধু নৃসিংহদাসই পাত্রী নির্বাচন করে তুলসীকে সংসারী করার চেষ্টা করলেন। তাঁর স্ত্রীর নাম রত্নাবলী। অদ্ভুত ব্যাপার! এই রত্নাবলী যেন তাঁকে সাধনার পথে এগিয়ে দিলেন চরম উপেক্ষার করুণায়।
তুলসীদাস সুন্দরের পূজারী ছিলেন। সুন্দরী স্ত্রীকে এক মুহূর্ত ছেড়ে থাকতে পারতেন না। এই আকর্ষণের সাংসারিক ও সামাজিক ভুল ব্যাখ্যা হল। তুলসী স্ত্রৈন। সহধর্মিণীর তিরস্কারে খুলে গেল ধর্মপথ। প্রকাশিত হলেন মহাসাধক তুলসীদাস। বারাণসীতে তাঁর আধ্যাত্মিক জীবনের শুরু ও শেষ। শেষ নাহি যাঁর তিনিই তো অশেষ। রামময় তুলসীদাসকে সকলে বলতেন 'রামবোলা'। তিনি ভগবান রামচন্দ্র এবং সীতা দেবীর দর্শন পেয়েছিলেন। মহাবীরের কাছে পেয়েছিলেন পথনির্দেশ। জীবনের দু'টি দিকের অভিজ্ঞতা ছিল বলেই তিনি যেসব দোঁহা লিখে গেছেন তা যেন চাবুক। আমাদের চেতনাকে বিদ্ধ করে। সমাজ ও সামাজিক মানুষের স্বরূপকে -তুলে ধরে। তুলসীদাস অমর। তাঁর সৃষ্টি অমর। সাহিত্যকে তিনি সমৃদ্ধ করেছেন। আমাদের জন্যে রেখে গেছেন এই দোঁহাটি
তুলসী যব জগ মে আয়ো, তুলসী রোয়ে জগ হাসে
তুলসী যব জগ সে যায়ো, তুলসী হাসে জগ রোয়ে।।
বইটি বাঁধানো হয়েছে ঐতিহ্যবাহী পুঁথি শৈলীতে, সাটিন কাপড়ে , যা প্রাচীন পাণ্ডুলিপির আভিজাত্য ও সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয়।
Title | : | রামবোলা তুলসীদাস |
Author | : | সঞ্জীব চট্টোপাধ্যায় |
Publisher | : | কমলা-গীতা-বীণা |
ISBN | : | 9789393171368 |
Edition | : | 1st Published, 2025 |
Number of Pages | : | 96 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
সঞ্জীব চট্টোপাধ্যায় একজন জনপ্রিয় বাঙালি লেখক । তিনি ১৯৩৬ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। যিনি মূলত রম্য রচনার জন্য খ্যাত। তিনি বেশ কিছু উপন্যাস, ছোটগল্প ও প্রবন্ধ রচনা করেছেন। তাঁর সবথেকে বিখ্যাত উপন্যাস লোটাকম্বল যা দেশ পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছিল। তাঁর রচনায় হাস্যরসের সাথে তীব্র শ্লেষ ও ব্যঙ্গ মেশানো থাকে। ছোটদের জন্য তাঁর লেখাগুলিও খুবই জনপ্রিয়। তাঁর সৃষ্ট ছোটদের চরিত্রের মধ্যে বড়মামা সিরিজ কাহিনি অন্যতম। রঙ্গ ও ব্যঙ্গের লেখাই শুধু নয় নানা ধরনের লেখায় পারদর্শী সঞ্জীব। সরকারি চাকরি ছেড়ে তিনি আনন্দবাজার পত্রিকা সংস্থার দেশপত্রিকায় যোগ দেন। সহযোগী সম্পাদক ছিলেন একসময়। তাঁর প্রথম প্রকাশিত লেখা ছিল একটি গল্প - সারি সারি মুখ। আর প্রথম ধারাবাহিক সুদীর্ঘ লেখা দেশ পত্রিকায় সঞ্জয় ছদ্মনামে জীবিকার সন্ধানে পশ্চিমবঙ্গ। প্রথম উপন্যাস পায়রা শারদীয় দেশ পত্রিকাতেই প্রকাশ পায়।
If you found any incorrect information please report us