নাগিব মাহফুজ

নাগিব  মাহফুজ

নাগুইব মাহফুজ, এছাড়াও বানান নাগিব মাহফুজ, (জন্ম 11 ডিসেম্বর, 1911, কায়রো, মিশর—মৃত্যু 30 আগস্ট, 2006, কায়রো), মিশরীয় ঔপন্যাসিক এবং চিত্রনাট্য লেখক, যিনি 1988 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, প্রথম আরবি লেখক। এত সম্মান করা
মাহফুজ একজন সরকারী কর্মচারীর ছেলে এবং কায়রোর আল-জামালিয়াহ জেলায় বড় হয়েছেন। তিনি মিশরীয় বিশ্ববিদ্যালয়ে (বর্তমানে কায়রো বিশ্ববিদ্যালয়) ভর্তি হন, যেখানে 1934 সালে তিনি দর্শনে ডিগ্রি লাভ করেন। তিনি 1934 সাল থেকে 1971 সালে অবসর গ্রহণ পর্যন্ত বিভিন্ন পদে মিশরীয় সিভিল সার্ভিসে কাজ করেন।

নাগিব মাহফুজ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon