হেনরিক ইবসেন

হেনরিক ইবসেন

হেনরিক জোহান ইবসেন (জন্ম: ২০ মার্চ, ১৮২৮, স্কিয়েন মিউনিসিপ্যালিটি, নরওয়ে মৃত্যু: ২৩ মে, ১৯০৬, অসলো, নরওয়ে) একজন নরওয়েজিয়ান নাট্যকার এবং থিয়েটার পরিচালক ছিলেন। থিয়েটারে আধুনিকতার প্রতিষ্ঠাতাদের একজন হিসাবে, ইবসেনকে প্রায়শই "বাস্তবতার জনক" এবং ১৯ শতকের সবচেয়ে প্রভাবশালী নাট্যকার হিসাবে উল্লেখ করা হয়, পাশাপাশি পশ্চিমা সাহিত্যের সবচেয়ে প্রভাবশালী নাট্যকারদের একজন।

হেনরিক ইবসেন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon