খন্দকার স্বনন শাহরিয়ার

খন্দকার স্বনন শাহরিয়ার

খন্দকার স্বনন শাহরিয়ার পেশাদার গবেষক, পরামর্শদাতা, উদ্যোক্তা। জন্ম খুলনায়, ১৯৭৯ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। আগ্রহের বিষয় সাহিত্য, মনস্তত্ত্ব, নৃতত্ত্ব আর ইতিহাস। ২০১৮ সালে তাঁর প্রথম উপন্যাস নক্ষত্রের নিচে প্রকাশিত হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ত আছেন ১৯৯০ সাল থেকে। বাঙালি পাঠকের জন্য ইতিহাস-বিষয়ে সরল ভাষায় লেখালেখি করার জন্য কয়েক বছর ধরে পড়াশোনা করছেন, ঘুরে দেখেছেন দক্ষিণ এশিয়ার বেশ কিছু ইতিহাস-প্রসিদ্ধ জনপদ। বাতিঘর প্রকাশিত তাঁর বই মধ্যযুগের বাংলা: বখতিয়ার খিলজি থেকে সিরাজ-উদ্-দৌলা পাঠকপ্রিয় হয়েছে।

খন্দকার স্বনন শাহরিয়ার এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon