- বিষয়
- লেখক
- প্রকাশনী
- বিশ্বসাহিত্য কেন্দ্র
- অন্যপ্রকাশ
- আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
- অন্বেষা প্রকাশন
- প্রতীক প্রকাশনা সংস্থা
- পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
- ফিঙ্গারপ্রিন্ট প্রকাশনা
- হার্পার কলিনস পাবলিশার্স
- কাকলী প্রকাশনী
- রুপা পাবলিকেশন্স
- অনুপম প্রকাশনী
- মাওলা ব্রাদার্স
- পার্ল পাবলিকেশন্স
- পেঙ্গুইন র্যান্ডম হাউস
- দে’জ পাবলিশিং
- জ্ঞানকোষ প্রকাশনী
- আরও দেখুন...
- একুশে বইমেলা
- সর্বোচ্চ ডিসকাউন্ট
- স্টেশনারি
ফারুক হোসেন
বাংলাদেশের শিশুসাহিত্যে এবং ছড়ায় জনপ্রিয় ও শীর্ষস্থানীয় অনিবার্য নাম ফারুক হোসেন। সমকালীন লেখকদের মধ্যে নিজ রচনাগুণে তিনি বিশিষ্ট এবং অকুণ্ঠ মেধার অধিকারী ও অন্যতম খ্যাতিমান ছড়াস্রষ্টা। তিনি যেমন উৎকৃষ্ট ছড়া রচনা করেছেন অসংখ্য, তেমনি নির্মাণ করেছেন চমৎকার গল্প, গদ্যের ভাটার। লিখেছেন ভ্রমণ কাহিনি, প্রবন্ধ, ফিচার; সম্পাদনা করেছেন গুরুত্বপূর্ণ গ্রন্থ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। একই সঙ্গে শিশুসাহিত্য-বিষয়ক সমস্ড কর্মকাওে থাকে তাঁর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ছড়াই তাঁর প্রধান বিচরণ ক্ষেত্রে। ছড়ায় তিনি প্রতিষ্ঠিত করেছেন একটি স্বতন্ত্র জগৎ, নান্দনিক কাঠামো, বহুমাত্রিক অর্থবোধ আর ভাবনার অনবদ্য উপকরণ। ফারুক হোসেনের জন্ম ১ জানুয়ারি ১৯৬১। পৈত্রিক নিবাস গ্রাম: প্রতাপপুর, উপজেলা: হাজীগঞ্জ, জেলা: চাঁদপুর। বাবা মো. মোজাম্মেল হোসেন, মা ফিরোজা বেগম, স্ত্রী আরিফা হোসেন। শিক্ষা মৃত্তিকা বিজ্ঞানে স্নাতকোত্তর, এমবিএ ও সরকারি ক্রয় ব্যবস্থাপনায় ইতালি থেকে মাস্টার্স। অবসর গ্রহণ করেছেন সচিব পদ থেকে। পেশা ও ব্যক্তিজীবনে তিনি একজন সরকারি ক্রয়, পিপিপি ও স্কিল বিশেষজ্ঞ। এখন বিভিন্ন উন্নয়ন সহযোগী ও সরকারি দপ্তরে পরামর্শক হিসেবে যুক্ত আছেন। তিনি লিখছেন সত্তর দশকের অপরাহ্ন থেকে। প্রথম লেখা ছড়া, প্রকাশিত হয় কুমিল-ার দৈনিক আমোদ ১৯৭৬ পত্রিকায়। তার প্রকাশিত উলে- খযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ছড়া- লুটোপুটি, উড়োচিঠি, নাকখপতা, ছড়ার জলে জোসনা জ্বলে, পাতায় পাতায় ছড়া, লম্বা মোটা বেঁটে, সজাগ থাকার দিন, রূপবদলের খেলা, শত রকমের ছড়া, টিকটিকি, সমকালীন ছড়া, বাছাই করা আমার ছড়া, ঘুড়ির মতো উড়ি, বিশ্ব দেখি ছড়ার ছন্দে, শ্রেষ্ঠকণ্ঠ বজ্রকণ্ঠ। ছোটদের গল্প- পানামা রহস্য, পামস্যার, বায়োস্কোপ, কাচ পাহাড়ের রাজকন্যা, ফুল ফোটানো বুড়ো, গল্প নিয়ে গল্প। ভ্রমণ ও অন্যান্য- টোকিওর টুকিটাকি, নিপপনের নানা কথা, নজরকাড়া নিহন, সূর্যঘড়ি ও অন্যান্য, জাপান মানে জমজমাট, আমাদের কাবা, নীতিকথার গল্প। প্রবন্ধ- বিশ্ব দিবস, জাতীয় দিবস, মহাকাশে বাংলাদেশ, সম্পাদনা- একুশের ছড়া কবিতা, বঙ্গবন্ধু শতবর্ষে শত ছড়া, সেরাদের সেরা লেখা, বাংলাদেশের সেরা ছড়া। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার ১৯৮৫, কাজী কাদের নওয়াজ শিশুসাহিত্য পুরস্কার ২০০০, চন্দ্রাবতী একাডেমি স্বর্ণপদক ২০০৩, মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার ২০০২, কবি আবু জাফর ওবায়দুল-াহ স্মৃতি পুরস্কার, অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার ১৪২০, নূরুল কাদের ফাউন্ডেশন পুরস্কার ২০১৬, কবি সিকান্দার আবু জাফর স্মৃতি পুরস্কার ২০১৭, সিটি আনন্দ অলো সাহিত্য পুরস্কার ২০১৮, বাংলাদেশ শিশু সাহিত্য সংসদ পুরস্কার ২০১৮, আবু হাসান শাহীন স্মৃতি পুরস্কার ২০১৮, মোহাম্মদ নাসিরউদ্দিন সাহিত্য পদক ২০২০, রফিকুল হক দাদুভাই স্মৃতিপদক ২০২২ সহ আরো অনেক সম্মাননা।
ফারুক হোসেন এর বই সমূহ
Showing 1 to 15 of 19