মজনু শাহ্‌

মজনু শাহ্‌

মজনু শাহ্। কবি ও গীতিকার। জন্ম ১৯৭০ সালের ৫ ফেব্রুয়ারি, নীলফামারী সদর থানার হাড়োয়া গ্রামে। বাবা মৃত জহুরুল ইসলাম। মা মরিয়ম বেগম। নীলফামারী সরকারি কলেজ থেকে ১৯৯০ সালে স্নাতক এবং ঢাকা কলেজ থেকে ১৯৯৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। গীতিকবি হলেও কবিতা, ছড়া ও শিশুসাহিত্য রচনায় তিনি সিদ্ধহস্ত। তার রচিত গ্রন্থগুলো- 'হৃদয়ে লিখেছি নাম' (কাব্য গ্রন্থ), 'Infant In Nature' (ইংরেজি ছড়া গ্রন্থ), 'আল আসমাউল হুসনা' (ছন্দ ছড়ায় আল্লাহ তায়ালার একশত নাম), 'জল কালো নদী' (কাব্য গ্রন্থ)। তার অনুবাদ গ্রন্থগুলো। ১. The Mirachle Morning, ২. How The Successful People Think. এছাড়া তিনি শিশুদের জন্য নিয়মিত কার্টুন চিত্রের পাণ্ডুলিপি রচনা করে চলেছেন।

মজনু শাহ্‌ এর বই সমূহ

Showing 1 to 6 of 6

View

Sort icon