আবুল হাসনাৎ মিল্টন

আবুল হাসনাৎ মিল্টন

আবুল হাসনাৎ মিল্টন। কৈশাের বয়স থেকেই কবিতা লেখেন, পাশাপাশি গদ্যও লিখছেন দু’দশকের বেশি সময় ধরে। জন্ম ১৬ জুলাই, গােপালগঞ্জে। শৈশব-কৈশােরের শহর খুলনা। পড়েছেন সেন্ট যােসেফ স্কুল, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ঢাকা মেডিক্যাল কলেজ, ভেলােরের ক্রিশ্চিয়ান মেভিক্যাল কলেজ এবং ক্যানবেরার অস্ট্রেলিয়াম ন্যাশনাল ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসসহ অস্ট্রেলিয়ার একাধিক বিশ্ববিদ্যালয়ে দীর্ঘকাল শিক্ষকতা করেছেন। কর্কট রাশির জাতক, স্বভাবে ভবঘুরে, উদ্বাস্তু এবং প্রেমিক। প্রিয় ত্রয়ী- কবিতা, নারী ও শিশু। ইতিমধ্যে ভ্রমণ করেছেন অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, ইটালি, বেলজিয়াম, ফ্রান্স, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, নেদারল্যান্ডস, জার্মানী, পােল্যান্ড, তুরস্ক, চেক প্রজাতন্ত্র, শ্লোভাকিয়া, পর্তুগাল, হাঙ্গেরি, সুইজারল্যান্ড, স্পেন, ইংল্যান্ড, সােয়াজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, থাইল্যান্ড, লাওস, ক্যাম্বােডিয়া, জাপান, আমেরিকা, ক্যানাডা, ভিয়েতনাম, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ পৃথিবীর নানান দেশ। ব্যক্তিগত জীবনে বিবাহিত, বউ শাহনাজ আক্তার নূপুর একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক। পার্থিব হাসনাৎ এবং পূর্ণতা নাজ হাসনাৎ এর বাবা। বর্তমানে সপরিবারে বাস করছেন অস্ট্রেলিয়ার সমুদ্র শহর নিউক্যাসেলে।

আবুল হাসনাৎ মিল্টন এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon