ফারহানা আনন্দময়ী

ফারহানা আনন্দময়ী

ফারহানা আনন্দময়ীর জন্ম ২১ অক্টোবর, জন্মশহর খুলনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষে। বর্তমান বাস চট্টগ্রামে। বই আর গান-কবিতার আঁতুরঘরে তার বেড়ে ওঠা । রবীন্দ্রনাথেই তাঁর হাত-পা মেলা, মুক্তি... শব্দেরা মাথায়-মনে। ডাক পাঠালে তিনি টেনে নেন লেখার খাতা। কখনাে কবিতা, কখনাে গদ্য। কিছু লেখা চলে। যায় পত্রপত্রিকার দপ্তরে। কিছু লেখা থাকে নিজের কাছে সযত্নে। সেই সব লেখা নিয়ে। ইতােমধ্যে প্রকাশ পেয়েছে তার দু’খানি কাব্যগ্রন্থ মেঘঅরণ্য আর ইচ্ছেসবুজ। নতুন কবিতাযােগে এবার প্রকাশিত হলাে। তৃতীয় কাব্যগ্রন্থ দীর্ঘায়ু চাইনি, আনন্দায় দাও।

ফারহানা আনন্দময়ী এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon