ছন্দা মাহবুব

ছন্দা মাহবুব

ছন্দা মাহবুবের জন্ম ১৯৭৭ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে স্নাতকোত্তর। উন্নয়ন ও মানবাধিকারকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজের সাথে যুক্ত। শিশুসাহিত্য থেকে গুরু-গম্ভীর তত্ত্বকথা- যেকোনো বিষয়ের গভীর অভিনিবেশী পাঠক তিনি। নিজের আনন্দের জন্যই তাঁর এই পঠন-পাঠন। আনন্দের এই পাঠেই কখনো কখনো মন আটকে যায় বিশ্বসাহিত্যের অনেক গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মে। শিশুদের এই গল্পও সেই রকম এক মন আটকে যাওয়া মুহূর্তের মগ্ন অনুবাদ। দুই সন্তানের জননী হিসেবেও তিনি উপলব্ধি করেছেন, এই উপন্যাস সব শিশুদেরই পাঠ করা জরুরি ও আনন্দের।

ছন্দা মাহবুব এর বই সমূহ

Showing 1 to 4 of 4

View

Sort icon