ডা. সুমনা তনু শিলা

ডা. সুমনা তনু শিলা

ডা. সুমনা তনু শিলা জন্ম যশাের সদর উপজেলার পুরাতন কসবা, ঘােষপাড়া এলাকায়। বাবা মাে. জাকারিয়া আহমেদ, আবহাওয়াবিদ ছিলেন। তিনি খুলনা এবং বরিশাল বিভাগের প্রধান ছিলেন। তিনিও সাহিত্যিক ছিলেন । তার লেখা দুটি উপন্যাস ‘কৃষ্ণা’ ও ‘শেষ দেখা এবং খুলনা বেতার থেকে প্রচারিত নাটক ‘ঝড়’ সে সময়ে বেশ জনপ্রিয়তা পায়।। | ডা. সুমনা তনু শিলা যশাের সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, যশাের ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ২৪তম বিসিএস-এর একজন কর্মকর্তা। দীর্ঘ সাত বছর তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের গাইনি বিভাগের রেজিস্ট্রার ছিলেন। তিনি ফিজিওলজিতে এমফিল ডিগ্রি অর্জন করেন। বর্তমানে সহকারী অধ্যাপক (ফিজিওলজি) হিসেবে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে কর্মরত।

ডা. সুমনা তনু শিলা এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon