আরমান হোসেন

আরমান হোসেন

জন্ম এবং শৈশব বেড়ে উঠা পুরাতন ঢাকায় পুরাতন ঢাকায় ঐতিহ্যবাহী আহমেদ বাওয়ানী একাডেমি স্কুলে শিক্ষা জীবন শুরু করে পুরতন ঢাকার শেখ বোরহানউদ্দিন পোষ্ট গ্রাজুয়েট কলেলে সমাজ কমে অনাস সম্পন্ন করি আমি ছোট থেকে একটু অন্যরকম প্রকৃতির, সবার মাঝে যেন একটু আলাদা, আমার একান্ত কিছু নিজস্ব নিবরতায় থাকতে পছন্দ করি, আমি মানুষকে খুব ভালবাসি, ভালবাসতে পছন্দ করি, দিন শেষে মনে হয়,আমি হয়ত মানব প্রেম বুঝি না আমি বন্ধ নই চিন্তা চেতনা মনের বিশ্বাসে আমি মুক্ত স্বাধীন, আর লেখালিখি মাধ্যমে আমার সেই আপন প্রানের মুক্তির আস্বাদ আমি নিজে যেমন যাপন করি তেমনই ছড়িয়ে দেই হাজার প্রানের স্পন্দনে এই উপন্যাসটি আমার প্রথম প্রকাশিত উপন্যাস প্রথম যাত্রা শুরু করি যেখানে সমাজ সংসার ও মানব সম্পর্কের মনস্তাত্ত্বিক ও নৈমিত্তিক জীবনের প্রতিচ্ছবি।