আফরোজা আক্তার

আফরোজা আক্তার

“আফরোজা আক্তার"-জন্ম ৭ই ফেব্রুয়ারি। পৈতৃক নিবাস চাঁদপুর জেলায় হলেও তাঁর শৈশব কাটে একেক জায়গায়। বাবার চাকরিসূত্রে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে তাঁকে। তারপর একটা সময় নিজ শহরে ফিরে আসেন আর পড়াশোনায় সমাপ্তি ঘটান চাঁদপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগ থেকে। লেখালেখির হাতেখড়ি রোজনামচা থেকে শুরু হলেও একটা সময় সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখিতে প্রবেশ করেন এবং সেখান থেকেই লেখক হিসেবে তাঁর একটু-আধটু পরিচিতি। তাঁর ভাষ্যমতে, লেখক হিসেবে পরিচিতি লাভ করতে তাঁকে আরও দীর্ঘ পথ হাঁটতে হবে। লেখক শব্দটা অনেক সম্মান বহন করে। সেই সম্মানটা অর্জন করা এত সহজ নয়। ভবিষ্যতে তিনি লেখালেখি নিয়ে এগিয়ে যেতে চান। "ঝরে যাওয়া বেলিফুল”-নবকথন প্রকাশনী থেকে তাঁর লেখা দ্বিতীয় বই আর ব্যক্তিগত ঝুলিতে সপ্তম বই।

আফরোজা আক্তার এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon