এম.এইচ.মাহির

এম.এইচ.মাহির

এম,এইচ, মাহির। পুরো নাম মনোয়ার হোসাইন মাহির। নব্বই দশকে জন্মগ্রহণ করা অনুবাদকের ছেলেবেলা কেটেছে টাঙ্গাইল শহরে। টাঙ্গাইলের ইব্রাহিম খান কলেজ থেকে এইচ.এস.সি শেষ করে ঢাকার সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে বি.বি.এ এবং এম.বি.এ শেষ করেছেন বছর সাতেক আগেই। বর্তমানে ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে, পাশাপাশি দেশের বাহিরে পি.এইচ.ডি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি অবসর সময় পেলে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন বিখ্যাত লেখকের লেখা ইংরেজি সাহিত্যের বই পড়তে ভালোবাসেন। বিখ্যাত ফ্যান্টাসি জাদুকর "এইচ.পি. লাভক্র্যাফট" এব "দ্য কেইস অফ চার্লস ডেক্সটার ওয়ার্ড' বইটি তার প্রথম বাংলায় অনুবাদ গ্রন্থ। বইটি পাঠক মহলে ভালো লাগলে তিনি অনুবাদ নিয়ে সামনে আরো কাজ করতে আগ্রহী হবেন।

এম.এইচ.মাহির এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon