সাজ্জাদ সিয়াম

সাজ্জাদ সিয়াম

জন্ম ১৯৯০ সালে, নিবাস নারায়ণগঞ্জ। বাবার আর্মি চাকরির সুবাদে ঘুরে বেড়ানো হয়েছে মোটামুটি পুরো দেশ। অবশ্য হিতে-বিপরীত যা হয়েছে, ভদ্রলোক তার জীবনে সাতটা স্কুল আর দুটো কলেজে পড়েছেন। এমনকি তার ইউনিভার্সিটির সংখ্যাও দু'খানা! একের পর এক স্কুল, কলেজ পরিবর্তনের কারণে কখনোই কোনো বন্ধুমহল গড়ে ওঠেনি। প্রচণ্ড রকমের অন্তর্মুখী, নিতান্তই একাকী < আর বিচ্ছিন্ন থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করা মানুষটার সময় কাটে দাবা আর বইয়ের সাথে-যার বেশিরভাগই সাইকোলজিক্যাল থ্রিলার, হরর, সায়েন্স ফিকশন নাহয় ফ্যান্টাসি।
"কৃষ্ণকায়া" লেখকের তৃতীয় বই এবং দ্বিতীয় মৌলিক উপন্যাস। ২০২৩ একুশে বইমেলায় প্রকাশিত হওয়া তার প্রথম উপন্যাস "অবিনশ্বর" প্রচণ্ড পাঠকপ্রিয়তা লাভ করে। সে ধারাবাহিকতায় ২০২৪ সালে আসে দ্বিতীয় বই, "ইনসাইড দ্য ডেভিল"।
অনলাইনে নিয়মিত থ্রিলার গল্প লেখার পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় গল্প সংকলনে ছোটগল্প লিখে থাকেন। সামনে প্রকাশিত হবে তার একাধিক মৌলিক উপন্যাস।