ড. রফিক ইসা বীকুন

ড. রফিক ইসা বীকুন

রফিক ইসা বীকুন (বি. এ. অর্থনীতি, এম. এ. কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, নিউইয়র্ক; এম. বি. এ. ব্যবস্থাপনা, টেক্সাস বিশ্ববিদ্যালয় এবং পি-এইচ ডি ব্যবসায় প্রশাসন, টেক্সাস বিশ্ববিদ্যালয়) বর্তমানে ম্যানেজমেন্ট ও স্ট্র্যাটেজী বিভাগের একজন অধ্যাপক হিসাবে কর্মরত। তিনি নেভাদা বিশ্ববিদ্যালয়ে যেসব দায়িত্ব পালন করেছেন- ব্যবস্থাপনা বিজ্ঞান বিভাগের সাবেক সভাপতির, কর্পোরেট গভর্ন্যান্স অ্যান্ড বিজনেস এথিক্স সেন্টারের সহ-পরিচালকের। টেম্পল ও টেক্সাস বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন। তিনি যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন মুসলিম ছাত্র সমিতির সভাপতি ছিলেন; উত্তর আমেরিকার পূর্ব-উপকূল এবং পশ্চিম-উপকূল উভয় জোনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন: এছাড়া, তিনি উত্তর আমেরিকার ইসলামিক ট্রাস্টের উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে কাজ করেছেন; যুক্তরাষ্ট্র ও কানাডার মুসলিম সোশ্যাল সায়েন্টিস্টস সমিতির সদস্য হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাসোসিয়েশন অব মুসলিম সোস্যাল সায়েন্টিস্ট এর সভাপতি ছিলেন। ১৯৯৯-২০০০ সেশনে তিনি ছিলেন সিনিয়র ফুলব্রাইট স্কলার। তাঁর একাডেমিক গবেষণামূলক বিভিন্ন প্রবন্ধ এ্যাপ্লায়েড সাইকোলজী, হিউম্যান রিলেশন্স, ইন্টারন্যাশনাল জার্নাল অব অর্গানাইজেশনাল এ্যানালাইসিস, জার্নাল অব ম্যানেজমেন্ট এবং অন্যান্য জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের একাডেমি অব ম্যানেজমেন্ট এবং যুক্তরাষ্ট্র ও কানাডার ডিসিশনস্ সায়েন্সেস ইন্সটিটিউট-এর সদস্য। এ বিষয়েও তিনি বিভিন্ন বই প্রকাশ করেছেন এবং ইসলাম অনুসারীদের জন্য যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, যুক্তরাজ্য, মরিশাস ও ত্রিনিদাদে ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সসমূহ পরিচালনা করছেন।

ড. রফিক ইসা বীকুন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon