অভীক মুখোপাধ্যায়

অভীক মুখোপাধ্যায়

অভীক মুখোপাধ্যায় একজন ভারতীয় সিনেমাটোগ্রাফার। তিনি মূলত বাংলা ও হিন্দি ছবিতে কাজ করেন। তিনি পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে ৪ মে ১৯৬৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি মধুজা মুখোপাধ্যায়কে বিয়ে করেছেন। তিনি চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে সিনেমাটোগ্রাফি পড়ার জন্য যান। তিনি 'পাতালঘর (২০০৩)', 'ভালো থেকো (২০০৪)' এবং 'আন্তাহীন (২০০৯)'-এর জন্য তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অভ্যর্থনাকারী। তিনি ২০২১ সালে 'গুলাবো সিতাবো'-এর জন্য সেরা সিনেমাটোগ্রাফির জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন। তার আরও কিছু কাজ হল 'আসুখ (১৯৯৯)', 'তিতলি (২০০২)', 'বান্টি অর বাবলি (২০০৫)', 'খেলা (২০০৮)', 'সানগ্লাস (২০১৩)', 'কিল দিল (২০১৪)', 'পিঙ্ক (২০১৬)', 'অক্টোবর (২০১৮)', 'বদলা (২০১৯)', 'সরদার উধম (২০২১)', 'বরুণবাবুর বন্ধু (২০২০)', 'দ্য ভায়োলিন প্লেয়ার (২০১৬)'।

অভীক মুখোপাধ্যায় এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon