অভিজিৎ মুখার্জি

অভিজিৎ মুখার্জি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ভূতপূর্ব বিভাগীয় প্রধান এবং স্কুল অব ল্যাংগুয়েজেস অ্যাও লিংগুইস্টিকসে জাপানি ভাষা শিক্ষার প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক অভিজিৎ মুখার্জি বর্তমানে অবসরপ্রাপ্ত। জন্ম কলকাতায়, ১৯৫৮ সালে। পড়িয়েছেন জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ে। জাপানি ভাষার শিক্ষক হিসেবে একাধিকবার প্রশিক্ষণ পেয়েছেন সাইতামাতে জাপান ফাউণ্ডেশনের নিহোংগো সেন্টারে। জাপানি ভাষা থেকে বাংলায় অনুবাদ করেছেন জাপানি সাহিত্যের প্রখ্যাত লেখক কাওয়াবাতা ইয়াসুনারি, ইউকিও মিশিমা, হারুকি মুরাকামি এবং ওগাওয়া ইয়োকোর উপন্যাস ও ছোটগল্প সংকলন। অনুবাদের সূত্রে ২০১৭ সালে পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির 'লীলা রায় স্মৃতি পুরস্কার'। ২০২৪ সালে বিদেশি ভাষার সাহিত্য বাংলায় অনুবাদের জন্য পেয়েছেন ঢাকার 'বাংলা অনুবাদ ফাউণ্ডেশনের পুরস্কার'। ২০১৭, ২০১৮ এবং ২০২২ সালে ওঁর অনুবাদ স্থান পেয়েছে জাপান ফাউণ্ডেশনের অনুদানপ্রাপ্ত অনুবাদকর্মের আন্তর্জাতিক তালিকায়। ওঁর লেখা প্রবন্ধ প্রকাশিত হয়েছে বাংলা পাক্ষিক 'দেশ', 'অনুষ্টুপ', 'চতুরঙ্গ', 'আনন্দমেলা' ইত্যাদি সাময়িকীতে। 'যেটুকু জাপান' ও 'যে ভারতীয়রা ইংরিজিতে লিখছেন' ওঁর লেখা দুটি বহুজনবিদিত প্রবন্ধ সংকলন।

অভিজিৎ মুখার্জি এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon