হাসিন আরা

হাসিন আরা

টাঙ্গাইল জেলার বংশাই নদীতীরের কালিয়ান গ্রামে জন্ম। ছোটবেলা থেকেই লেখার অভ্যাস। আশির দশকে ঢাকার বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি শুরু। ১৯৮৯ সালে 'কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ' নামের একটি কবিতার বই প্রকাশিত হয়। মূলত গল্প, কবিতা ও উপন্যাস লেখেন। দীর্ঘ বিরতির পর ২০১৯ সালে শিশুকিশোরদের জন্য লেখা 'সোনার নাও পবনের বৈঠা' বইটি প্রকাশ করেন। ২০২০ সালে প্রকাশিত হয় কবিতার বই 'অচেনা স্নানঘর'। 'ধলপহরের আগে' লেখকের চতুর্থ গ্রন্থ।

হাসিন আরা এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon