মামুনুল হক

মামুনুল হক

কবি পরিচিতি:
আজিজুল-তাসলিমা দম্পতির বড় ছেলে, কবি মামুনুল হক। একজন উদীয়মান তরুণ লেখক ও কবি। বর্তমান সময়ের সম্ভাবনাময় একজন দায়ী। মননশীল ও সৃজনশীল এই লেখক ২০০৩ ঈসায়ী সনের ২০শে ডিসেম্বর গাজীপুর জেলার অন্তর্গত টঙ্গী থানার এক সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ময়মনসিংহের নান্দাইল থানায়। তিনি প্রাথমিক শিক্ষা সমাপন করত: কওমি মাদ্রাসায় ভর্তি হন। ২০১৭ সনে সম্পূর্ণ কুরআনে কারীম হিফজ (মুখস্থ) করার গৌরব অর্জন করেন। তারপর ধর্মীয় উচ্চতর জ্ঞানার্জনে বিশেষ মনোযোগী হন। সমগ্র বাংলাদেশে মেধা তালিকায় স্থান লাভকরে কওমি মাদরাসা-শিক্ষাবোর্ড কর্তৃক পুরষ্কৃতও হন। ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলাদেশের সাহিত্য-শিল্প, সংস্কৃতির উৎকর্ষ সাধন তাঁর জীবনের অভিষ্ট লক্ষ। তার প্রবন্ধ ও কবিতা দেশপ্রেম, মানবতাবাদ, বিশ্ব-শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় সংহতি এবং ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে মানুষ কে উদ্বুদ্ধ করে। জীবন, প্রকৃতি, প্রেম-বিরহ-বিদ্রোহ ও তাত্ত্বিক রহস্যের ব্যতিক্রমী উপাদানও ফুটে ওঠে তার রচনায়।
এযাবত তাঁর একাধিক যৌথগ্রন্থ প্রকাশিত হয়েছে। 'কবির কবরে ফুল দিও না' লেখকের প্রথম স্বতন্ত্র কাব্যগ্রন্থ। বক্ষমান 'শেকল ভাঙার ঝড়' লেখকের দ্বিতীয় কাব্যগ্রন্থ (তবে শেষ নয়, এটাই আমাদের প্রত্যাশা)। মেধাবী ও তরুণ কবি তাঁর চিন্তা-চেতনার অভিনবত্ব এবং পদ্যশৈলীর টান টান চমৎকারিত্বের সমন্বয়ে সজ্জিত করেছেন এই রচনা'টি। এ রচনায় কবিকে পাওয়া যাবে তারুণ্যমুখর, আকাশছোঁয়া স্বপ্নের বাঁধভাঙা বার্তায়। প্রাজ্ঞ এই কবি শুধু স্বপ্নচারী নন, তাঁর উদার চিন্তা ও সুবিস্তীর্ণ স্বপ্নধারা প্রাঞ্জল ভাষায় ছড়িয়ে রেখেছেন কবিতার প্রতি পাঠে। তাঁর সকল চিন্তা-চেতনা ও স্বপ্নধারা মানস-মননে অপরাজেয় ও অদম্য হোক।
আমরা লেখকের সর্বাঙ্গীন কল্যাণ ও সফলতা কামনা করি।
-মুসলিম আল হাফিজ

মামুনুল হক এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon