মইফুল আলম

মইফুল আলম

মইফুল আলম জন্ম: নোয়াখালীতে। শীতের শাসন ভেঙ্গে, কোন এক ভোরে। পদার্থবিজ্ঞানের ছাত্র। ব্যাচেলর করেছেন জবি থেকে। ঢাবির বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি (বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং) বিভাগ থেকে করেছেন মাস্টার্স। বুয়েট থেকে এমফিল। উত্তরা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়িয়েছেন দীর্ঘ দশ বছর। ছিলেন ব্যাচেলর প্রোগ্রামের একজন সফল কোঅর্ডিনেটরও। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং ন্যানো-কণা সংশ্লেষ কেন্দ্রের সহযোগী পরিচালক। সহধর্মিণী রাশিদা হক। নভোথিয়েটারের বৈজ্ঞানিক কর্মকর্তা। দু’পুত্র আদিয়াত আর আহনাফ। তাদের নিয়ে ভাসমান সংসার। ভালোবাসেন সবুজের সান্নিধ্য। প্রিয় রঙও সবুজ। সাহিত্য, ধর্ম এবং বিজ্ঞান বিষয়ক বই পড়েন। গবেষণাও করেন টুকটাক। অভিজ্ঞতাগুলো শেয়ার করেন ক্লাসরুমে। বিজ্ঞানে ‘ন্যানো-কণা’ আর সাহিত্যে ‘মাইক্রো-অনুভূতি’ এই দুটো বিষয়ে ব্যাপক আগ্রহ। সাহিত্যের সাথে হাঁটছেন কিশোরকাল থেকে। এবারই প্রথম নিজের মোড়ক উন্মোচন করলেন।

মইফুল আলম এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon