সাব্বির আহমেদ সেন্টু

সাব্বির আহমেদ সেন্টু

সাব্বির আহমেদ সেন্টু পিতা: মরহুম হাজী সালাহউদ্দিন আহমেদ,মাতা: শাহিন আরা বেগম। ৫ ভাই ২ বোনের মধ্যে তার অবস্থান তৃতীয়। ছোট্রবেলা থেকেই তিনি লেখালেখির সঙ্গে জড়িত। লেখালেখির জীবনে ১৯৯৩ সালে বেলা প্রকাশনী থেকে ‘‘শতাব্দীর শ্লোগান ১৪০০’’নামে প্রথম কবিতা গ্রন্থ প্রকাশিত হয়। এরপর ১৯৯৭সালে সমন্বয় প্রকাশন হতে ‘‘স্নেহের নক্ষত্র’’ এবং ২০২৪সালে উচ্ছাস প্রকাশনী থেকে ‘‘ছড়ার বুলেট’’নামে আরো দু’টি ছড়াগ্রন্থ প্রকাশিত হয়। তার সর্বশেষ ‘ছড়ার বুলেট’ বইটি ২০২৪সালের একুশের বইমেলায় বেশ আলোড়ন সৃষ্টি করে। ২০২৫ সালের এবারের বইমেলায় তার দুইটি বই প্রকাশিত হয়েছে। সেগুলো হচ্ছে: তুষার ধারা প্রকাশনী হতে প্রকাশিত উপন্যাস গ্রন্থ ‘‘স্বপ্নভরা দুটি চোখ এবং অপরটি হচ্ছে উচ্ছ্বাস প্রকাশনী হতে প্রকাশিত নাট্যগ্রন্থ ‘‘শর্ট স্ক্রিপ্ট’’। ব্যক্তিগত জীবনে সাব্বির আহমেদ সেন্টু একজন পেশাদার সাংবাদিক। পাশাপাশি একজন আর্ন্তজার্তিক রেটিংপ্রাপ্ত দাবা খেলোয়ার ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের একজন বলিষ্ঠ নেতা। সংস্কৃতি অঙ্গনেও তার বেশ কৃতিত্ব রয়েছে। বিশেষ করে তিনি ২০১৮সালে বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক বিজয় পত্রিকায় সম্পাদক,জনপ্রিয় অনলাইন মিডিয়া চ্যানেল জিরো’র সিইও,বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি,মিডিয়া ভিশন কালচারাল একাডেমি’র চেয়ারম্যান,নারায়ণগঞ্জ জেলা সাহিত্য পরিষদ ও রংধনু সংসদের উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ জেলা নাট্য সংস্থার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালণ করছেন। এছাড়াও তিনি প্রায় কয়েক শতাধিক নাটকের রচয়িতা,পরিচালক ও অভিনেতাও বটে। মাদকের বিরুদ্ধে আন্দোনের ক্ষেত্রেও তাঁর রয়েছে আগ্রণী ভূমিকা। ২০০৯ সাল হতে দেশের প্রথম সাড়ির স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে এ যাবতকালে তার প্রায় শতাধিক নাটকসহ নানা প্রকার অনুষ্ঠানমালা প্রচারিত হয়। বিভিন্ন সময়ে তিনি মাদার তেরেসা স্বর্ণপদক,নজরুল পদক,বিজয় দিবস পদক,উপন্যাসিক মীর মোশারফ হোসেন পদক,নক্ষত্র সাহিত্য পরিষদ পদক,মৃত্তিকা পদক,জিকেএসপি পদক,মিডিয়া জার্নালিষ্ট ফোরাম অব বাংলাদেশ এ্যাওয়ার্ড,সিদীপ সম্মাননা স্মারক,মাসদাইর থিয়েটার এ্যাওয়ার্ড,এম আর সাংস্কৃতিক একাডেমি পদক,ভাষা সৈনিক শফিউল্লাহ স্মৃতি পদক,আদর্শ স্মৃতি সংসদ,মানব কল্যাণ পরিষদ সম্মাননা,বাংলাদেশ সাহিত্য পরিষদ(বাসপ)পদক,ইঐউঝ অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা সম্মাননা স্মারকসহ প্রায় শতাধিক সম্মাননা পদক লাভ করেন।

সাব্বির আহমেদ সেন্টু এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon