- বিষয়
- লেখক
- প্রকাশনী
- বিশ্বসাহিত্য কেন্দ্র
- অন্যপ্রকাশ
- আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
- অন্বেষা প্রকাশন
- প্রতীক প্রকাশনা সংস্থা
- পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
- ফিঙ্গারপ্রিন্ট প্রকাশনা
- হার্পার কলিনস পাবলিশার্স
- কাকলী প্রকাশনী
- রুপা পাবলিকেশন্স
- অনুপম প্রকাশনী
- মাওলা ব্রাদার্স
- পার্ল পাবলিকেশন্স
- পেঙ্গুইন র্যান্ডম হাউস
- দে’জ পাবলিশিং
- জ্ঞানকোষ প্রকাশনী
- আরো দেখুন...
- একুশে বইমেলা
- সর্বোচ্চ ডিসকাউন্ট
- স্টেশনারি
নিলুফার গনি

কবি পরিচিতিঃ নিলুফার গনি।
জন্ম: ঢাকাতে । দেশের বাড়ি টাঙ্গাইল হলেও ঢাকাতেই তাঁর বেড়ে উঠা। ১৯৯৫ সনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি এড ডিগ্রি ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এম.বি.এ ডিগ্রি অর্জন করেন। প্রথম জীবনে অল্প কিছুদিন শিক্ষকতার পরে তিনি একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় দীর্ঘদিন কর্মরত ছিলেন।
ছোটবেলায় পড়াশুনার পাশাপাশি লেখালেখির শখ ছিল। প্রকৃতির অপরূপ বৈচিত্র্য, জীবনে চলার পথে বিভিন্ন ধরনের বিচিত্র অভিজ্ঞতা, সমাজের বিভিন্ন অসামঞ্জস্যতা নিয়ে লেখার শখের কারণেই কবিতা লেখার প্রয়াস।
নিলুফার গনি ১৯৭০ সনে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা পেশায় প্রথমজীবনে মুন্সীগঞ্জ কলেজের অধ্যক্ষ ছিলেন। পরে পরিকল্পনা কমিশনের যুগ্মপ্রধাণ হিসেবে কর্মরত ছিলেন। মা আজিমপুর গার্লস স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষয়িত্রী ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিতা এবং দুই কন্যা সন্তানের জননী। জনাব নিলুফার গনির স্বামী একজন প্রকৌশলী। তাঁর প্রথম কাব্যগ্রন্থের নাম “ নীলিমার নীলে আলোর বিহগেরা” , দ্বিতীয় কাব্যগ্রন্থের নাম “নিঃশব্দ জোনাকিরা”, তৃতীয় কাব্যগ্রন্থের নাম : “কাশবনের পাখিরা”। চতুর্থ কাব্যগ্রন্থের নাম: “মেঘ বৃষ্টি আলোর দেশ ”।
এছাড়া যৌথ কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে: স্মৃতির পাতায় কবিতা , শতকাব্য, কবিতা সঞ্চয়। তাঁর বিভিন্ন কবিতার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য, দেশাত্মবোধ, সমসাময়িক সামাজিক ও বৈশ্বিক মূল্যবাধের অবক্ষয় ও তা উত্তরণে সততার শক্তি স্ফূরণের মাধ্যমে আত্মশক্তি ও সুকুমার ধারাগুলো বহমান রাখা ইত্যাদি বিষয়গুলো পরিস্ফুট হয়েছে।
নিলুফার গনি এর বই সমূহ
Showing 1 to 1 of 1