এম আই সেখ

এম আই সেখ

এম আই সেখ বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় টেংরাখালী গ্রামে জন্মগ্রহণ করেন। কচুয়া সিএস পাইলট হাইস্কুল থেকে মাধ্যমিক ও কচুয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে তিনি চট্টগ্রাম চলে যান। জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে তিনি স্নাতক ডিগ্রী লাভ করে কর্মজীবনে প্রবেশ করেন। চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি.এড ও এম.এড ডিগ্রী লাভ করেন। অতঃপর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম হতে ইংরেজি ভাষা ও সাহিত্যে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ছাত্রজীবন থেকেই তাঁর লেখ-লেখি। তাঁর গ্রন্থসমূহ- 'নানা রঙের দিনগুলো', 'মেঘ ছুঁয়েছে নদীটা', 'ছায়া', 'দুরন্ত শৈশব', 'নয়দুয়ারি'। এ ছাড়া তাঁর একটি যৌথকাব্যগ্রন্থও রয়েছে। চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলাধীন শীতলপুর উচ্চবিদ্যালয়ে তিনি ইংরেজি বিষয়ে শিক্ষকতা করছেন।

এম আই সেখ এর বই সমূহ

Showing 1 to 4 of 4

View

Sort icon