নিলুফা ইয়াসমিন জয়িতা

নিলুফা ইয়াসমিন জয়িতা

সাগর পাড়ের মেয়ে নিলুফা ইয়াসমিন জয়িতা। পর্যটন শহর কক্সবাজারে জয়িতার জন্ম ৯ই এপ্রিল এবং সেখানে বেড়ে ওঠা। খুব ছোট থেকেই সাংস্কৃতিক পরিমন্ডলে যুক্ত হয়ে পড়েন তিনি। তৃতীয় শ্রেনীতে পড়ার সময় যুক্ত হন থিয়েটারে। নাচ, গান, আবৃত্তি, অভিনয় এবং আঁকার প্রতি তার অসম্ভব দূর্বলতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য নিয়ে ¯স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন।
তিনি ২০১৩ সাল হতে সাউথ পাহাড়তলি আইডিয়াল স্কুলে প্রিন্সিপ্যাল হিসেবে কর্মরত আছেন। পড়াশোনার পাশাপাশি তাঁর যে মানবিক কাজের প্রতি আগ্রহ ছিলো তারই ফলশ্রুতিতে তিনি পরবর্তীতে সুবিধাবন্চিত মানুষের জন্য ‘মানবিক’ নামক একটি সামাজিক সংগঠন গড়ে তুলেছেন।
নিলুফা ইয়াসমিন দৈনিক আজাদি, দৈনিক পূর্বকোণসহ চট্রগ্রামের বিভিন্ন পত্রিকায় লিখছেন। কাব্যখেয়াল সাময়িকীতে তাঁর নিয়মিত লিখা থাকে। তিনি কাব্যখেয়াল সাময়িকীর সহকারী সম্পাদক।
ব্যক্তিজীবনে পুলিশ কর্মকর্তা স্বামী ও একমাত্র ছেলেকে নিয়ে তার লাল নীল সংসার।

নিলুফা ইয়াসমিন জয়িতা এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon