মির নাজমুল কারিম

মির নাজমুল কারিম

ড. মীর নাজমুল করিম ১৯৪৬ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স বিভাগ থেকে ১৯৬৭ ও ১৯৬৮ সালে যথাক্রমে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৬৯ সালে তিনি ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বর্তমান বুয়েট) হিউম্যানিটিজ বিভাগের ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ও ইন্ডাস্ট্রিয়াল ল’ বিষয়ে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। ১৯৭৪-৭৫ সালে তিনি নেদারল্যান্ডসের আইন্দহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজির ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে এক বছরের জন্য রিসার্চ ফেলোশিপ লাভ করেন। দেশে ফিরে তিনি ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন এবং একই বছরে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যপদ লাভ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৯৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং এরপর তাঁকে অ্যাসোসিয়েট প্রফেসরের পদে পদোন্নতি দেওয়া হয়। তিনি এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, বাংলাদেশ ইকোনমিক অ্যাসোসিয়েশন এবং আন্তর্জাতিক অ্যাকাউন্টিং শিক্ষা ও গবেষণা সংস্থা (International Association of Accounting Education and Research, USA)-এর সদস্য হিসেবে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি ভারতের আলাগাপ্পা বিশ্ববিদ্যালয় ও মাইসোর বিশ্ববিদ্যালয়ের ৩টি পিএইচডি থিসিস/ডিজার্টেশনের এক্সটার্নাল এক্সামিনার হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৭-০৮ সালে তিনি পাকিস্তানের করাচিস্থ ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্ট (IOBM)-এ সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে তাঁর মেয়াদ সম্পন্ন করেন। তাঁর গবেষণাকর্মের সংখ্যা প্রায় ৫০টি, যা দেশীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।

মির নাজমুল কারিম এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon