মেহেরিন আনজারা

মেহেরিন আনজারা

আমি বরাবরই নিজেকে আড়াল রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করি! নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আমি কখনোই হতাশ নয় বরং সন্তুষ্টচিত্তে শুকরিয়া আদায় করি এমন জীবন সৃষ্টিকর্তা আমাকে উপহার দেওয়ার জন্য। তবুও কেন জানি কেউ যখন নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রশ্ন তুলে তখন কেন জানি আমি প্রচন্ড বিব্রতবোধ করি, শূন্য শূন্য মনে হয়! মনে হয়, এই পৃথিবীর মানুষের জন্য আমি কখনো কিছু করতে পারিনি তাই পরিচিতি দিতে গিয়ে লজ্জাবোধ করি! আমার কেন জানি বারবার আরো মনে হয়,দু-দিনের এই দুনিয়ায় কী-ইবা এমন পরিচয় থাকতে পারে? একজন লেখকের পরিচিতি তো কেবল তাঁর লেখার মাধুর্যতে ফুটে উঠে লেখকের পরিচিতিতে নয়। তাই আমার মনে হয় পরিচিতিটা জানা খুব একটা আবশ্যক নয় । আমার পরিচিতিও না হয় লুকিয়ে থাকুক আড়ালে-আবডালে।

মেহেরিন আনজারা এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon