রফিক বিন সিদ্দিক

রফিক বিন সিদ্দিক

আরেকটু বড় করে বললে মুফতি রফিকুল ইসলাম। একাধারে আলেম, লেখক এবং বহুমুখী প্রতিভাবান একজন মেধাবী তরুণ। লেখালেখিকে মনেপ্রাণে ভালোবাসেন। এর মাধ্যমে ছড়িয়ে দিতে চান শুদ্ধতার বার্তা। পবিত্র আহ্বান। একটি আদর্শ সমাজ বিনির্মাণে এই যুগে কলমযুদ্ধে শামিল হওয়া ছাড়া ভিন্ন কোনো পথ বা পন্থা নেই-এ কথা দৃঢ়ভাবেই বিশ্বাস করেন তিনি। আর তাই তার এই শুদ্ধতম প্রেমের যাত্রা- 'কলম কালির সংগ্রাম সাধনা। 
গুণী এই তরুণের জন্ম ২০০১ সালের ১৭ মে শরীয়তপুর জেলার পালং থানার দড়িকান্দি গ্রামের এক সম্ভান্ত্র দ্বীনি পরিবারে। পিতা মাওলানা ছিদ্দিকুর রহমান একজন সর্বজন শ্রদ্ধেয় আলেম। দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান 'জামিয়াতুস সুন্নাহ' শিবচর মাদারীপুর থেকে তাকমিল ফিল হাদিস (মাস্টার্স) সমাপ্ত করে ভর্তি হন দেশের সর্ববৃহৎ ইসলামি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী বড় মাদ্রাসায়। সেখান থেকে কৃতিত্বের সাথে ইফতা (উচ্চতর ইসলামি আইন ও গবেষণা বিভাগ) সম্পন্ন করার মধ্য দিয়ে ইতি ঘটান একাডেমিক পড়াশোনার। বর্তমানে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন রাজধানী ঢাকার সাইনবোর্ডের নিকটস্থ মাতুয়াইল অবস্থিত জামিয়া কারিমিয়া দারুল উলুম ঢাকায়। 'রক্তিম সূর্যোদয়' তাঁর লেখা কিশোর উপযোগী গল্পগ্রন্থ এবং একই সঙ্গে প্রথম বইও। আরও কয়েকটি বই প্রকাশিতব্য। 
প্রতিভাবান, গুণধর এই তরুণের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

রফিক বিন সিদ্দিক এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon