হুসাইন আহমদ জুবায়ের

হুসাইন আহমদ জুবায়ের

মোঃ হুসাইন আহমদ (জুবায়ের), ০৩ ফেব্রুয়ারী ২০০০ সনে, সিলেট জেলার, জৈন্তাপুর উপজেলার, রুপচেং গ্রামে জন্ম গ্রহণ করেন, তার পিতার নাম মোঃ আব্দুল মালিক ও মাতার নাম মোছাঃ হোসনেয়ারা বেগম। কবি: কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ (২০১৯) সনদ সম্পুর্ন করেন, ৬ মাস ডিপ্লোমা ইন ইলেকট্রিশীয়ান কোর্স (২০১৮), মাদ্রাসাতুল উলুম দারুল হাদিস হরিপুর বাজার থেকে দাওরায়ে হাদিস (মাষ্টার্স) ২০২৪ ও সিলেট সরকারি কলেজ থেকে বিএসএস (২০২৫) সম্পুর্ন করেন। কবির লেখা প্রথম বই আলোকিত রমজান (২০২২), এবং যৌথ বই-যে কথা হয়নি বলা (২০২৩), তোমার জন্যই বসন্ত (২০২৩), প্রথম দেখায় ভালোবাসা (২০২৩), কাব্য মিতালি (২০২৩), নতুন বউ (২০২৩), কবির মেলা আমরাই সেরা (২০২৩), বসন্ত বিলাস (২০২৩), রক্তে কেনা সোনার বাংলাদেশ (২০২৪), ইত্যাদি।এছাড়াও কবি অনলাইন পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।-(ধন্যবাদ)।

হুসাইন আহমদ জুবায়ের এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon