মহিউল ইসলাম মিঠু

মহিউল ইসলাম মিঠু

স্বাধীনচেতা আর আত্মনির্ভরশীল যেমন ব্যক্তিত্বে, তেমনই চিন্তাভাবনাতেও। নইলে বয়স আঠারো পেরোনোর আগেই নিজের ভেতরের সব সন্দেহ আর অনিশ্চয়তা দূরে ঠেলে প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ করতে পারতেন না।
মহিউল ইসলাম মিঠু তার সময়ের তুলনায় অগ্রগামী। ক্ষতিকারক বা সময় হয়েছে মনে হলে পুরোনোকে কেড়ে ফেলতে যেমন দ্বিধাবোধ করেন না তেমনই যুগের পপুলিস্ট ধারণার সাথে তাল মেলাতে প্রাচীন সব ত্যাগ করতে হবে এমন ধারণাও রাখেন না। একইসাথে প্রগতি আর ঐতিহ্যের ছাপ যেমন তার ব্যক্তিত্বে, তেমনি লেখনীতেও। মূল লেখকের টোন ধরে রেখেও অনুবাদে যে একধরনের মৌলিকত্ব ও নিজস্বতা সৃষ্টি করা সম্ভব তা তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন।
দুই সহস্রাব্দের সন্ধিক্ষণে বেড়ে ওঠায় আশি আর নব্বইয়ের দশকের সাংস্কৃতিক জাগরণের শেষ ছোঁয়াটুকু পেয়েছেন পূর্বসূরীদের মাধ্যমে, আবার নতুন শতকের শুরুতে প্রযুক্তির প্রবেশও সরাসরি দেখেছেন। এর ছাপ লক্ষণীয় বইপড়া, লেখা আর প্রত্নতত্ত্বের পাশাপাশি তার দ্বিতীয় ভালোবাসা সঙ্গীতে। যখন লেখা নিয়ে ব্যস্ত থাকেন না, গিটার হাতে মোহনীয় টুংটাং-এ সময়ের খেয়াল হারাতে দেখা যেতে পারে তাকে।
অনেক জিনিসের প্রতি আগ্রহ রাখেন এমন মানুষদের নিয়ে একটা কথা প্রচলিত আছে। এদের বলা হয় 'Jack of all trades, master of none-'। কিন্তু মহিউল ইসলাম মিঠু যেভাবে এগুচ্ছেন এ গতি ধরে রাখতে পারলে একসময় সে অল্প কয়েকজনের অংশ হয়ে যাবেন যারা প্রচলিত এ প্রবাদ মিথ্যে প্রমাণিত করে নিজের এরিনায় মাস্টার হয়ে উঠেছেন।

মহিউল ইসলাম মিঠু এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon