রফিকুল ইসলাম

রফিকুল ইসলাম

শহীদ পরিবারের সন্তান লেখক রফিকুল ইসলাম । ১৯৬৬ সনের ১ ফেব্রুয়ারি নেত্রকোণা জেলার দুর্গাপুরের নওয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন । শৈশবে ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধে তাঁর একমাত্র চাচা শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক আরজ আলী বীরোচিতভাবে শহীদ হন, যিনি ছিলেন নিজ পরিবার এবং এলাকাবাসীর স্বপ্ন । অগ্নিসংযোগ ও লুটপাট হতে দেখেন তাদেঁর বাড়িঘর। তাঁর পারিবারিক এই ট্রাজেডি/বিয়োগ-ব্যাথা নিয়ে রচিত হতে দেখেন বাউলগান ও গীতিকবিতা। তখন থেকেই উপলব্ধি করতে শেখেন- মুক্তিযুদ্ধে খুবই মর্মন্তুদ ও বীরোচিত এক ঘটনা ঘটে গেছে তাদেঁর পরিবারে, যার উপলব্ধি ও মূল্যায়ন রয়েছে ময়মনসিংহ অঞ্চলের সর্বসাধারণের মধ্যে । তখন থেকেই প্রতিশ্রুতিবদ্ধ হন- বড় হয়ে তিনিও লিখবেন মহান মুক্তিযুদ্ধভিত্তিক বস্তুনিষ্ঠ উপাখ্যান । যার ফলশ্রুতিতেই লেখকের এময়ের সৃষ্টি সাড়াজাগানো মুক্তিযুদ্ধের উপন্যাস 'একাত্তরের বিষাদ সিন্ধু'। তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন- ত্রিশ লক্ষ শহীদ পরিবারে ঘটে যাওয়া কাহিনীগুলো পৃথিবীর সবচেয়ে ট্র্যাজিক সাহিত্যের উপাদান, আর দেশপ্রেমিক প্রতিটি শহীদ এ জাতির শ্রেষ্ঠ বীর । এ উপন্যাসটি লেখকের প্রথম গ্রন্থ হলেও লেখালেখির জগতে তিনি নতুন নন। কৈশোর কাল থেকেই তিনি ছড়া ও কবিতা লিখতেন দেশ-বিদেশের রেডিওর সাহিত্য আসরে, শিশু পত্রিকায়, সাপ্তাহিক বিচিত্রায় এবং লিটল ম্যাগাজিনে। অধ্যাপনা পেশায় থেকেও তিনি দৈনিক ইত্তেফাক, দৈনিক জনকণ্ঠ ও বিভিন্ন অনলাইন মিডিয়ায় মুক্তিযুদ্ধ, অর্থনীতি, পরিবেশ-প্রতিবেশ, সমাজ ভাবনা ও ভ্রমণ বিষয়ে দীর্ঘদিন যাবত কলাম/নিবন্ধ লেখক । গদ্য সাহিত্যে তাঁর লেখার সাবলীলতা ও স্বকীয় ছন্দময়তা পাঠককে মোহাবিষ্ঠ করে তুলে । এটি তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য ও আকর্ষণ। যা প্রতিফলিত হয়েছে তাঁর মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'একাত্তরের বিষাদ সিন্ধু'র শুরু থেকে শেষ পর্যন্তও । আমাদের দৃঢ় বিশ্বাস- এ লেখকের লেখা সর্বদাই পাঠকদের কাছে সমাদৃত হবে ।

রফিকুল ইসলাম এর বই সমূহ

Showing 1 to 9 of 9

View

Sort icon