শফিক রেহমান

শফিক রেহমান

শফিক রেহমান একজন লেখক, সম্পাদক, রেডিও-টিভি ব্রডকাস্টার ও চার্টার্ড একাউন্টেন্ট। শফিক রেহমানের সাংবাদিক জীবনের শুরু হয় ১৯৫০-এ অধুনালুপ্ত দৈনিক ইনসাফ-এর স্পোর্টস রিপোর্টার রূপে। এরপর ১৯৫৪-তে দৈনিক ইত্তেফাক-এর জন্মলগ্ন থেকে স্পোর্টস রিপোর্টার রূপে কাজ করেন ১৯৫৭-তে লন্ডনে চলে যাওয়া পর্যন্ত। ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকনমিক্সে এমএ পাস করে (১৯৫৬) তিনি লন্ডনে চলে যান ১৯৫৭-তে। সেখানে চার্টার্ড একাউন্টেন্ট হয়ে সুদীর্ঘ দশ বছর পরে স্বদেশে ফিরে আসেন (১৯৬৮) এবং ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালের চিফ একাউন্টেন্ট হন। মুক্তিযুদ্ধের প্রথম দিকে তিনি এই হোটেলের নির্বাহী জেনারেল ম্যানেজার ছিলেন। পরে জুন ১৯৭১-এ তিনি সপরিবারে লন্ডনে চলে যান এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আন্দোলনে কাজ করেন। বাংলাদেশ স্বাধীন হবার পরপরই ফেব্রুয়ারি ১৯৭২-এ তিনি মুক্ত দেশে ফিরে আসেন। ১৯৭৩-এ প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান তাকে তার সরকারের কাজে যোগ দিতে বলেন। কিন্তু লেখার স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর শফিক রেহমান আবার লন্ডনে ফিরে যান ও টিএনটি গ্রুপের ইওরোপিয়ান এডমিন ম্যানেজার রূপে কাজ করেন। ১৯৭৯'র ফেব্রুয়ারিতে জিয়াউর রহমানের শাসন আমলে তিনি বাংলাদেশে আসেন এবং সাপ্তাহিক সচিত্র সন্ধানী-তে নিয়মিত লেখালেখি শুরু করেন- যার অন্যতম ছিল সাপ্তাহিক কলাম যায়যায়দিন যেটি বই আকারে প্রকাশিত হয় ১৯৮৪-তে। জেনারেল এরশাদের শাসন আমলে অক্টোবর ১৯৮৪-তে তিনি যায়যায়দিন নামে সাপ্তাহিক পত্রিকা সম্পাদনা ও প্রকাশনা শুরু করেন। গণতান্ত্রিক মতামতের জন্য পত্রিকাটি দুইবার নিষিদ্ধ হয় এবং আগস্ট ১৯৮৬-তে শফিক রেহমানকে লন্ডনে নির্বাসনে পাঠিয়ে দেয়া হয়।

শফিক রেহমান এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon