ফরহাদ খান

ফরহাদ খান

ফরহাদ খান : জন্ম ২৩ ডিসেম্বর ১৯৪৫। স্থায়ী ঠিকানা আমলা, আমলা-সদরপুর, কুষ্টিয়া স্কুলের লেখাপড়া আমলা-সদর হাইস্কুলে। কলেজের লেখাপড়া মেহেরপুর কলেজে বাংলা সাহিত্যে বি.এ. অনার্স ও এম.এ. পাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে। পেশাজীবনের শুরু শিক্ষক হিসেবে, কুষ্টিয়ার কুমারখালী কলেজে। বাংলা একাডেমিতে যােগদেন ১৯৭৩ সালে এবং অবসর গ্রহণ করেন ২০০২ সালে। মাঝখানে ডেপুটেশন নিয়ে তিন বছর কাজ করেছেন বেতার সাংবাদিক হিসেবে, জার্মানির কোলন শহরের রেডিও ডয়েটশে ভেলে-তে। প্রথম প্রকাশিত বই প্রতীচ্য পুরাণ। প্রথম সংস্করণ বাংলা একাডেমি থেকে ১৯৮৪ সালে, পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণের প্রকাশক প্রতীক প্রকাশনা সংস্থা। পরের বই অ্যাকাডেমিক শিরঃপীড়া, ব্যুারােপ্যাথি ও অন্যান্য ১৯৮৪; শব্দের চালচিত্র ১৯৯২; যুগা অনুবাদ নীল বিদ্রোহ (ইন্টারন্যাশনাল সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ, ১৯৯৮); চিত্র ও বিচিত্র ১৯৯৯; বাংলা শব্দের উৎস অভিধান ২০০০; হারিয়ে যাওয়া বেদের কাহিনী ২০০৫; গল্প শুধু গল্প নয় ২০০৭ এবং বাঙালির বিবিধ বিলাস ২০০৯।

ফরহাদ খান এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon