আব্দুল বাছির

আব্দুল বাছির

ডক্টর আবদুল বাছির ১৯৬৫ সালে বর্তমান ব্ৰাহ্মণবাড়ীয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে যথাক্রমে ১৯৮৮ সালে স্নাতক, ১৯৮৯ সালে স্নাতকোত্তর এবং ২০০৯ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। অধ্যাপক ড. আবদুল বাছির বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, সেন্টার ফর এডভান্স রিসার্স ইন আর্টস এন্ড সোসাল সাইন্সেস এর পরিচালক এবং বিজয় একাত্তর হলের প্রভোস্ট। তিনি অনেক খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠানের জীবন সদস্য। ইতোমধ্যে তার তিনটি গবেষণা গ্রন্থঃ বাংলার কৃষক বিদ্রোহ ও মধ্যবিত্তশ্রেণি; মুসলিম রাষ্ট্রচিন্তার রূপরেখা; বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং প্রায় অর্ধশত প্রবন্ধ দেশ-বিদেশের প্রসিদ্ধ গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে। অধ্যাপক ড. আবদুল বাছির একজন মুক্তমনের প্রতিশ্রুতিশীল শিক্ষক ও নিষ্ঠাবান গবেষক।

আব্দুল বাছির এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon