৳ ১০০ ৳ ৯০
|
১০% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
হান্স আন্ডেরসেনের একটি জীবনী লেখার ইচ্ছে বহুদিনের। কিন্তু আন্ডেরসেনের জীবন-কথা নিয়ে খুব একটা লেখা হয়নি । তাছাড়া ডেনমার্কও তাে দেখি নি, আর কোপেনহাগেন না দেখে, লিটল মারমেড না দেখে, কিভাবে লেখা যায়। আন্ডেরসেনের জীবনী? বেশ কয়েক বছর আগে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা, ‘দূরে ঘণ্টা বাজে’ বইটি পাই। বাংলায় লেখা এটিই। আন্ডেরসেনের প্রথম জীবনী। বইটি পড়ে মুগ্ধ হই এবং ঠিক করি আমাকেও আমার প্রিয় লেখকের জীবনীটি লিখতে হবে । মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বইয়ের ভিত্তি ছিল আন্ডেরসেনের আত্মজীবনী । বইটি গত এক দশক খুঁজে কোথাও পেলাম না। স্বয়ং মানবেন্দ্রও হদিস দিতে পারলেন না। কেউ হয়তাে নিয়ে গেছে তাঁর কাছ থেকে আর মার্ক টোয়েনের মতাে ফেরত দেননি। বছরখানেক আগে বাংলাদেশের শিল্পী রুহুল আমীন কাজল কোপেনহাগেন থেকে ঢাকায় এলেন বেড়াতে। তখন আমি বইটির কথা আবার জিজ্ঞেস করি । কাজল বললেন, খোঁজ নিয়ে জানাবেন এবং ঠিক ঠিকই কোপেনহাগেন থেকে ফটোকপি করে পাঠিয়ে দিয়েছেন আন্ডেরসেনের জীবনীর ইংরেজি অনুবাদ স্টোরি অফ মাই লাইফ’-ঢাউশ বই। বড় জীবনীর জন্য বইটি উপকারী । কিন্তু নির্যাসটুকু আছে মানবেন্দ্রনাথের বইয়ে। বুদ্ধদেব বসুও চমৎকার অনুবাদ করেছেন আন্ডেরসেনে গল্প । সংক্ষিপ্ত একটি জীবনীও সংযােজন করেছেন তিনি। আমি এ বই লেখার সময় এ সমস্ত থেকেই সাহায্য নিয়েছি। ছবি বেশিরভাগ সংগৃহীত হয়েছে আন্ডেরসেনের উপর প্রকাশিত একটি স্মরণিকা ও আন্ডেরসেন জাদুঘরের পুস্তিকাসমূহ থেকে | ১৯৯২ সালে হঠাৎ সুযােগ আসে কোপেনহাগেন যাওয়ার। ইউরােপিয়ান নেটওয়ার্ক অব বাংলাদেশ স্টাডিজ একটি সেমিনার উপলক্ষে আমন্ত্রণ জানিয়েছিল । ফিরে এসে ঠিক ঠিকই লেখা শুরু করি। একেবারে মনের তাগিদে। তবে লেখাটি শেষ করতে আরাে দেরি হতাে যদি না বাংলা। একাডেমীর উপ-পরিচালক ও বিশিষ্ট ঔপন্যাসিক সেলিনা হােসেন বারবার বলতেন লেখাটি শেষ করে দিতে। ধান শালিকের দেশে’ লেখাটি তিনিই প্রথম ছেপেছিলেন। সুবর্ণ’র বন্ধু আহমেদ মাহফুজুল হক দুর্মূল্যের বাজারে বইটি আগ্রহ করে প্রকাশ করেছেন। সহকর্মী শিল্পী রােকেয়া সুলতানা সুন্দর প্রচছদপটটি একে দিয়েছেন। তাঁদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। ---- মুনতাসীর মামুন
Title | : | হান্স আন্ডেরসেনের খোঁজে |
Author | : | মুনতাসীর মামুন |
Publisher | : | সময় প্রকাশন |
ISBN | : | 9847011401201 |
Edition | : | 2010 |
Number of Pages | : | 86 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
মুনতাসির মামুন একজন বাংলাদেশী প্রখ্যাত লেখক, ইতিহাসবিদ, পণ্ডিত, ধর্মনিরপেক্ষবাদী, কলাম লেখক এবং শিক্ষাবিদ। তিনি পাঁচ দশক ধরে নিরলসভাবে লিখে চলেছেন। তিনি ইতিহাসবিদ হিসাবে শ্রদ্ধেয়। ইতিহাস, মুক্তিযুদ্ধ, ঢাকা শহর, উনিশ শতকের প্রকাশনা ও পত্র-পত্রিকা, সিভিল ব্যুরোক্রেসি এবং তাঁর রচিত অন্যান্য বিবিধ থিম ভিত্তিক বই দেশ ও বিদেশে রেফারেন্স হিসাবে ব্যবহৃত হচ্ছে। সাহিত্যে বিশেষত্বের জন্য তাঁকে বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার, একুশে পদক এবং এ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ পুরষ্কার প্রদান করা হয়েছে।
If you found any incorrect information please report us