৳ ৬৮০ ৳ ৫৭৮
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
বাংলাদেশের রয়েছে বর্ণাঢ্য জাতিসত্তা—একের ভেতরে বহুর সমাহার। আদিবাসীদের জীবনধারা—কৃষ্টি-সংস্কৃতি নিজস্ব বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। সঙ্গত কারণেই, মানুষের বিপুল আগ্রহ-কৌতূহল ‘পাহাড়বাসী’ ও সমতলের আদিবাসীদের নিয়ে । একই দেশ একই জলহাওয়ায় বেড়ে ওঠা অথচ জীবনধারা, সংস্কৃতি আলাদা, ভাষাও ভিন্ন। ক্ষুদ্র ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সমাহার যেন একই বৃন্তে বর্ণিল পাপড়ির সমাহার— একেকটা পাপড়ি অন্যটা থেকে সম্পূর্ণ আলাদা, স্বতন্ত্র ও প্রাতিস্বিক। আদিবাসীদের নিয়ে আগ্রহ দেখা যায় বাংলাদেশে ভ্রমণে আসা বিদেশি পর্যটকদের মধ্যেও।
৭৩টি জাতিসত্তার বসবাস বাংলাদেশে। এর মধ্যে ৪৫টি জাতিসত্তার উপস্থিতি তথা পরিমাণগত সংখ্যা তুলনামূলক বেশি। এই ৪৫টি জাতিগোষ্ঠী নিয়ে ৩ খণ্ডে প্রকাশিত পূর্ণাঙ্গ আকর বই বাংলাদেশের আদিবাসী।
আদিবাসীদের নিয়ে যেসব ধারণা ও জনশ্রুতি প্রচলিত—তার অনেকাংশ জুড়েই আছে সত্যের অপলাপ, অতিরঞ্জন। অস্বীকার করার উপায় নেই, আদিবাসী সম্প্রদায় এখনো তুলনামূলক পিছিয়ে রয়েছে। সব সমস্যা মোকাবেলা ও অতিক্রম করেই ধীরে ধীরে এগোচ্ছে প্রান্তিক এসব জনগোষ্ঠী।
৩ খণ্ডের বাংলাদেশে আদিবাসী বইয়ে আদিবাসী জনগোষ্ঠীর জাতিতাত্ত্বিক পরিচিতি প্রণয়নে অনুসরণ করা হয়েছে আধুনিক গবেষণা পদ্ধতি।
আদিবাসী জনগোষ্ঠীর বসতি, অঞ্চল ও লোকসংখ্যা, ঐতিহাসিক পটভূমি, সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন, সামাজিক উৎসব, ভাষা ও বর্ণমালা, লোকসংস্কৃতি-কৃষ্টি, শিক্ষা, নারীর অবস্থান, রাজনৈতিক সংগঠন ইত্যাদি বিষয় কেবল গতানুগতিক বর্ণনায় সীমাবদ্ধ রাখা হয়নি। এগুলোর পরিবর্তনের পটভূমি, সংকট ও সম্ভাবনার ব্যাখ্যা ও বিশ্লেষণের চেষ্টা করা হয়েছে।
বলাবাহুল্য, এ গবেষণায় আদিবাসী জনগোষ্ঠীর চাহিদা ও আশা-আকাঙ্ক্ষার প্রতি প্রাধান্য দেওয়া হয়েছে। গতানুগতিক বর্ণনামূলক উপস্থাপনা যা অনেক ক্ষেত্রে আদিবাসীদের নেতিবাচক উপস্থাপনায় পর্যবসিত হয় তা পরিহার করে বিষয়গুলো উপস্থাপিত হয়েছে ইতিবাচকভাবে।
সংশ্লিষ্ট জনগোষ্ঠীর ওপর মাঠ পর্যায়ে গবেষণা টিম কাজ করেছে। আদিবাসী জনগোষ্ঠীর সাক্ষাৎকার গ্রহণ ও তথ্য সংগ্রহ করেছেন সংশিষ্ট গোষ্ঠীর লেখক। যার কারণে তথ্যগত বিভ্রাট কিংবা অজ্ঞতাজনিত ভুল তথ্য পরিবেশনের দায় থেকে মুক্ত থাকতে পেরেছে গবেষণাগ্রন্থটি।
Title | : | বাংলাদেশের আদিবাসী : এথনোগ্রাফিয় গবেষণা ৩য় খণ্ড |
Author | : | মেসবাহ কামাল |
Publisher | : | উৎস প্রকাশন |
ISBN | : | 9789848901441 |
Edition | : | 2015 |
Number of Pages | : | 552 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
If you found any incorrect information please report us